আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিবাদের বোমা

মাগো আর কেঁদো নাকো তুমি তোমার ছেলে নিয়েছে আবার দেখো অস্ত্র হাতে তুলে, অস্ত্র হাতে তুলে অস্ত্র রূপি আমি। বোমা আমার সাথেই থাকে মা এক নিমিষেই ঝলসে দেব সব মনটা আমার বোমা, মনটা আমার বোমা প্রতিবাদের বোমা। বুনো ষাড়ের শক্তি আমি রাখি বুনো হাসের গন্ধ নাকে লাগে গদিতে দেবো ঝাকি, গদিতে দেবো ঝাকি বন্য এখন আমি। দেখবে তুমি সব লোভিরা মরে ভেসে যাবে তরুণ প্রাণের ঝড়ে তরুণ প্রাণের ঝড়, তরুণ প্রাণের ঝড় শাহবাগের মোড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।