আমাদের কথা খুঁজে নিন

   

মতিঝিলে ১৪ দলের সমাবেশ

টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এই সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, “ঢাকাকে (হেফাজত) পুড়িয়ে দিতে তাদের আবির্ভাব হয়েছিলো। তাদের এই বিরোধিতা শুধু গণজাগরণের বিরুদ্ধে নয়, তাদের বিরোধিতা মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে। ”
‘যুদ্ধাপরাধীদের বিচার বানচালের অপচেষ্টার বিরুদ্ধে এবং জামায়াতে ইসলামীর নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে’ এই সমাবেশ হয়।
আমু বলেন, “এই অপশক্তি এখনো বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়।

বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে তাদের সংগ্রাম। ”
১৪ দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ‘ঘরে ঘরে’ দিয়ে নারীদের সংগঠিত করার আহবানও জানান তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, তার দল ক্ষমতায় থাকলে নারীরা নির্ভয়ে তাদের পেশাগত কাজ করতে পারে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলতে পারি, সোমবার দিবাগত রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটিও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। ”
“হেফাজতে ইসলাম এখন ইসলাম নয়, এখন খালেদা জিয়ার হেফাজত করছে।


১৮ দলের বুধবার ও বৃহস্পতিবারের হরতাল প্রত্যাখ্যান করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, “যারা কুরআন শরিফ অবমাননাকারীদের বিচার চান, তারা ঐক্যবদ্ধ হন। ”
শনিবারের মহাসমাবেশ থেকে বিরোধীদলীয় নেতার দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, “কোন শক্তির বলে বলীয়ান হয়ে বেগম জিয়া এই আলটিমেটাম দিয়েছিলেন?
“সব হিসাব-নিকাশ করেই বেগম জিয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। তার আলটিমেটামের পরেই ঢাকা অবরোধের কর্মসূচি করে হেফাজতে ইসলাম ঢাকায় ভাংচুর শুরু করে। ”
হেফাজতকে শাপলা চত্বর থেকে তুলে দেয়ার কথা তুলে করে বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে হানিফ বলেন, “আপনার স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। ”
আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সদস্যরা বায়তুল মোকাররমের সামনে রোববার কুরআন শরিফ পুড়িয়েছে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বক্তব্যের জবাবে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, তাকেই এটা প্রমাণ করতে হবে।


মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের শরিফ নুরুল আম্বিয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, ন্যাপের আব্দুল রশিদ, কমিউনিস্ট কেন্দ্রের অসীত বরণ রায় প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.