আমাদের কথা খুঁজে নিন

   

মতিঝিলে ব্যাংকে আগুন

শুক্রবার সকালে সোয়া ১০টার দিকে সিটি ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। দমকল বাহিনীর চারটি ইউনিট একযোগে কাজ করে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী জানান, প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


দমকল বাহিনীর কর্মকর্তা শাহাজাদি সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
তবে ব্যাংকের হেড অব সিকিউরিটি আবুল কালাম মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদ্যুতের শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দু’তলার সিলিংয়ের কিছু অংশ এবং তার পুড়ে গেছে।
“সার্ভারের কিছুটা ক্ষতি হয়ে থাকতে পারে। ”
রোববার ব্যাংকের কার্যক্রম শুরুর আগেই সব ঠিক হয়ে যাবে বলে আশা করেন ব্যাংকের এই কর্মকর্তা।


ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাকসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.