আমাদের কথা খুঁজে নিন

   

তোকে কত ভালবাসি, জানুক সকল নগরবাসী!

মুন রিভার ... সকাল বেলায় একলা ঘরে গিটার নিয়ে পাখীর সুরে সুর খোঁজে, ও মন তুই দেখে নিস ভোরের আলো ঠিক যেভাবে রঙ ছড়ালো চোখে সমর্পণ ... আলসি কাথায় ঘুমের পরশ বালিশ বলছে দিনের খরচ উঠবে না রে তোর, ড্রয়ারে ক্যাডবেরি, কে! ভুল করে দিলো তোকে তুই কি জানিস মেঘের দেশের না বলা খবর... আরেকটা দিন শহর জাগে ঠিক যেভাবে স্বভাব ক্ষোভে কার্নিশেতে কাক, ওদের জন্য আমার হাসি যে যেখানে দিবানিশি একলা থাকে, থাক ... আমি বলবো সকাল হাওয়ায় আমার ছুটি রুটির তাওয়ায় মেসবাড়ি আজ চুপ, সবাই গেছে, যাচ্ছে যাবে নিয়ম করে ভাতটা খাবে দুপুর রোদে খুব ... আমি না হয় গরম চা-এ মুখ ডুবিয়ে উদাস হয়ে তোর কথা! নাহ, থাক... তোকে কত ভালবাসি জানছে সকল নগরবাসী বন্ধ চোখে তোর অবয়ব দৃশ্য খুঁজে পাক ... ও মেয়ে, তোর চোখের কালোয় এমন অনুরাগ!  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।