আমাদের কথা খুঁজে নিন

   

বৃটেনের শিক্ষাব্যবস্থা সম্পর্কে কিছু আর্টিক্যাল

বাংলাদেশে বৃটিশ কারিকুলাম অনুসরণকারী ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা কম নয়। ইদানিং এ ধরনের স্কুলের জনপ্রিতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের অবিভাবকগণ এ শিক্ষাব্যবস্থা সম্পর্কে খুব কমই অবগত আছেন। এমনকি অনেক ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষও এ সম্পর্কে খুব কমই ধারণা রাখেন। সুতরাং এ ব্যাপারে সবারই কম-বেশি জানা থাকা দরকার।

এছাড়া বৃটিশরা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার আদি প্রবর্তক। কিন্তু বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সাথে বৃটিশ শিক্ষাব্যবস্থার অনেক পার্থক্য রয়েছে। মূলত: এ দেশের শিক্ষাব্যবস্থা স্বাধীন দেশের উপযোগী ছিল না। এ শিক্ষাব্যবস্থার উদ্দেশ্য ছিল কেরানী তৈরী করা। আজো আমরা স্বাধীন দেশের উপযোগী শিক্ষাব্যবস্থা প্রবর্তন করতে পারেনি।

তাই বৃটিশ শিক্ষাব্যবস্থা সম্পর্কে জানলে আমরা আমাদের ঘাটতিগুলো বুঝতে পারবো। এ লক্ষ্যেই আমি বৃটিশ শিক্ষাব্যবস্থা সম্পর্কে কিছু আর্টিক্যাল ইতোপূর্বে এই ব্লগে প্রকাশ করেছিলাম। সে সময় আমি ওয়াচ ও জেনারেল স্ট্যাটাসে ছিলাম বলে তেমন কেউই এগুলো পড়তে পারেন নি। সেই আর্টিক্যালগুলোর লিংক দেয়া হলো- ১। বৃটেনের শিক্ষাব্যবস্থার সংক্ষিপ্তরূপ ২।

বৃটেনের প্রাক প্রাথমিক শিক্ষা ৩। বৃটেনের প্রাথমিক স্কুল ও মাধ্যমিক স্কুল ৪। বৃটেনের বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.