আমাদের কথা খুঁজে নিন

   

বৃটেনের আকাশে অনাবিষ্কৃত উড়ন্ত বস্তু

দূর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রিরা হুশিয়ার। সম্প্রতি এক ভিডিও চিত্রে পশ্চিম লন্ডনে বিবিসি ভবনের উপর মেঘের মধ্যে অনাবিষ্কৃত উড়ন্ত বস্তু ( Unidentified flying object-UFO ) দেখা গেছে। শুধু তাই নয় UFO গুলোর একটি বহর দেখা যায় মেঘের মধ্যে প্রচন্ড গতিতে ছুটাছুটি করছে দিনের আলোতে। স্থানীয় লোকজনের ক্যামেরায় ধরা পড়ে ঘটনাটি। পথচারীদের অনেকে ঘটনাটি মোবাইল ক্যামেরায় ভিডিও করে রাখে।

ভিডিওটিতে সাদা বড় এবং উজ্জ্বল ডিস্ক-আকৃতির বস্তু আকাশ জুড়ে ছুটতে দেখা যায়। ঘটনাটি ঘটে গত ২৪ শে জুন। ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকায় বিষয়টি প্রচার করা হয়েছে। ভিডিও দেখা গেলে এখানে ক্লিক করুন। বৃটেনের বিষয়টি ফেক বা ভুয়া হওয়ার সম্ভাবনা যদিও বেশি তবে UFO নিয়ে এর আগেও বহুবার এমন আলোড়ন তৌরি হয়েছিল যেখানে গবেষকরাও বিষয়টিকে বাস্তব বস্তু হিসেবে স্বীকার করেছে।

বিগত কয়েক শতকে বিভিন্ন সময়ে বহুবার আকাশে এমন অনাবিষ্কৃত উড়ন্ত বস্তুর দেখা মিলেছে। ইতিহাসের বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশ UFO নিয়ে গবেষনা চালিয়ে আসছে এবং বিষয়টাকে তারা নিজেদের মত করে ব্যাখ্যা করে আসছে। গবেষণায় দেখা UFO বেশীর ভাগ প্রচলিত কিছু সাধারণত বস্তু-অধিকাংশ বিমান, বেলুন, অদ্ভুত আকৃতির মেঘ, মৌক্তিকপূর্ণ মেঘ অথবা জ্যোতির্বিদ্যায় প্রচলিত কিছু বস্তু যেমন উল্কা বা উজ্জ্বল গ্রহ। UFO গুলোর খুবই অল্প সংখ্যক ধাপ্পাবাজি অর্থাৎ ফেক বা সেল্ফএডিটিং ভিডিও। তবে গবেষণায় অন্তত ২৫% UFO থেকে যায় অনাবিষ্কৃত।

এগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য বের হলেও কোন সুনির্দিষ্ট উপসংহারে কেউ পৌঁছাতে পারেনি। এলিয়েন টাইপ বস্তুর ( extraterrestrial hypothesis) প্রবক্তারা বিশ্বাস করেন যে অনাবিষ্কৃত বস্তুগুলো এনিয়েন মহাকাশযান যদিও আরো বিভিন্ন অনুসিদ্ধান্ত প্রস্তাবিত হয়েছে। কোন সরকারী তদন্ত সংস্থা UFO বিষয়ে কখনও প্রকাশ্যে পরিষ্কার দাবি করেনি যে UFO কোন কোন সময় বাস্তব বা প্রকৃত অবজেক্ট বা এনিয়েন জাতীয় কিছু। বিষয়টিকে কোন সরকার প্রতিরক্ষা নিয়ে উদ্বেগের কারণও মনে করেনি। তবে UFO এর বিষয়টি এডিয়ে যাওয়ার কোন সুযোগ নেই।

গবেষণা চলছে এবং আশা করা যায় এ বিষয়ে হয়তো অদূর ভবিষ্যতে যৌক্তিক কোন সিদ্ধান্তে পৌছানো সম্ভব হবে। UFO বিষয়ে ধারাবাহিক কিছু পর্ব লিখার ইচ্ছা আছে। সংযুক্তি Click This Link http://www.ufoevidence.org/ http://www.nwlink.com/~ufocntr/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.