আমাদের কথা খুঁজে নিন

   

এখনো মাইনাস টুর আশঙ্কা প্রধানমন্ত্রীর

মাইনাস টুর ষড়যন্ত্র এখনো হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশঙ্কার কথা জানান। বৈঠকে উপস্থিত একাধিক নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে। সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি বুঝতে পারছে না যে মাইনাস টু এখনো শেষ হয়নি। তখন তারা ব্যর্থ হয়েছে বলে যে ষড়যন্ত্র শেষ হয়েছে তা নয়।

যারা এটা করতে চেয়েছিল, তারা এখনো সক্রিয় আছে। তাদের খায়েশ শেষ হয়নি। তিনি বলেন, যারা জনগণের রাজনীতিতে আসতে পারবে না, ক্ষমতায় বসতে পারবে না; তারাই অসাংবিধানিকভাবে ষড়যন্ত্রকারীদের নিয়ে ক্ষমতায় আসতে চায়। কারণ, তারা জানে, জনগণ তাদের চায় না। দেশে গণতান্ত্রিক বা স্বাভাবিক পরিস্থিতি থাকলে যাদের মূল্যায়ন হয় না, তারাও তত্ত্বাবধায়কের কথা বলছে।

প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়কের অতীত-অভিজ্ঞতা সুখকর নয়। তত্ত্বাবধায়ক সরকার কি করেছিল সেটা দেশের মানুষের জানা আছে। তত্ত্বাবধায়ক দানবের ইতিহাসের যাতে পুনরাবৃত্তি না হয়, সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। তিনি নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পেশাজীবীদের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ফেলারও তাগিদ দেন তিনি।

সূত্র জানায়, বৈঠকে পেশাজীবীরা বলেন, পেশাজীবীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকায় নির্বাচনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, এ কারণেই সিন্ডিকেট নির্বাচনে পরাজয় বরণ করতে হয়েছে। পেশাজীবীরা যুদ্ধাপরাধীদের বিচার এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যকাণ্ডের বিচার দাবি করেন। এদিকে বাসস জানায়, পেশাজীবীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অতীতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং তা পুনরুদ্ধারে আমাদের বিভিন্ন সময় সংগ্রাম করতে হয়েছে।

এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে যেন কষ্টার্জিত এই গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত না হয়। ’ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা বলেন। পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি মিসবাহউদ্দিন আহমেদ, মহাসচিব অধ্যাপক কামরুল হাসান খান, এস এম খবিরুজ্জামান, ইকবাল সোবহান চৌধুরী, এ বি এম ফারুক, নূর মোহাম্মদ তালুকদার, রোকেয়া সুলতানা, হাননাস বেগম, মমতাজ উদ্দিন মেহেদী ও বুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক এস এম নজরুল ইসলাম বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে জেপি নেতাদের সাক্ষাৎ: জাতীয় পার্টির (মঞ্জু) একটি প্রতিনিধিদল গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে।

জাতীয় পার্টির প্রেসিডেন্ট আনোয়ার হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। খবর বাসসের। প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে। জাতীয় পার্টির নেতারা গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। ref-- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.