আমাদের কথা খুঁজে নিন

   

এখনো ভোর হয়নি, এখনো অনেক রাত

Never lose hope...., Never Stop Expedition....
“সাংসদের গায়ে ঢিল লাগেনি, কিন্তু যদি লাগত? সাংসদকে ঢিল ছোড়ায় ধোপাপাড়া গ্রামের মানুষের ইজ্জত গেছে।” আর তাই ইজ্জত পুনরুদ্ধারে সন্দেহভাজন ('নিশ্চিতভাজন'ও না) এক ছেলের নিরপরাধ বাবাকে পাইপ আর লোহার রড দিয়ে নির্মমভাবে পেটালি তোরা, ক্ষমতাসীন দলের 'সুযোগ্য' কর্মীরা! জানোয়ার, বদমাশ, বান...গুলা, বাবার বয়সী শুভ্র শ্মশ্রুর এক ষাটোর্ধ মানুষকে মারতে তোদের একটুও খারাপ লাগলো না!!! ধোপাপাড়া গ্রামের মানুষের ইজ্জত বাঁচাতে সারাদেশের কাছে ইজ্জত খোয়ালি এইটা বুঝলি না!!!! এই কথা যে শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু না। এর আগে আমরা দেখছি জামায়াতের পোষা কিছু জানোয়ারদের যারা মুক্তিযোদ্ধাদের বুকে লাথি মারে, তাঁদের নির্মমভাবে পেটায়। এইসব জন্ম কুলাঙ্গারদের থেকে জাতি মুক্তি পাবে কবে কে জানে???? এ যেন আবর্তনসংকুল অথচ বিবর্তনহীন এক গতিহীন সমাজ, এক উল্টো রথের হতাশ সভ্যতা। ভালো মানুষেরা আজ কোথায় যে আছে। অনেক আগে একটা বাংলা সিনেমা দেখেছিলাম। নামটা খুব সম্ভব "এখনো অনেক রাত" যেখানে একদম শেষ দৃশ্যে পাগল ফারুক দৌড়াতে দৌড়াতে বলতে থাকে, "এখনো ভোর হয়নি, এখনো অনেক রাত"।, যদি তাই হয় তো সেই রাতের শেষের ভোরটা কখন হবে??? কেউ কি জানেন??? এখানে পাবেন ওদের 'সুকীর্তি'র বর্ণনা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.