আমাদের কথা খুঁজে নিন

   

এখনো গেল না আঁধার, এখনো রহিলো বাধা : প্রসঙ্গ ব্লগার সুইটের একটি কমেন্ট

blogeshwar@yahoo.com

এখনো গেল না আঁধার, এখনো রহিলো বাধা। এখনো মরণব্রত, জীবনে হল না সাধা। আঁধার যে কাটে নি এখনো সেটি নিচের কমেন্ট দেখলেই আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। সুইট বলেছেন: কিছু কিছু মানুষ আছে যাদের বাজে কথা বলতে মজা লাগে। আপনি তেমনই।

তবে আপনার মতো লোক কি বলল না বলল তাতে গোলাম আজমের মত লোকের কিছু আসে যায়। আপনারা তো তার নাম নেয়ারও যোগ্য না। কারন সর্বকালের সেরা বাঙালীদের তালিকায় মুজিব এবং জিয়া ছাড়া উল্লেখ যোগ্য রাজনীতিবিদের মধ্যে নাম আছে তার যার কারন ভাষা আন্দোলনে স্মরণীয় ভূমিকা। আপনাগের পচন্দের নেত্রীর নাম কিন্তু নাই। Click This Link আমার কাছে কমেন্টটি আপত্তিকর মনে হয়েছে।

আমি একবার ভেবেছিলাম কমেন্টটি রিপোর্ট করব। কিন্তু আমি সামহোয়্যারের নীতিমালা ঘেঁটে এমন কোন ধারা পেলাম না যেটিতে ঐ উক্তিকে নীতিমালা বিরোধী বলা যেতে পারে। মন্তব্য মডারেশন বিষয়ে যা আছে - ৫. মন্তব্য মডারেশন বিষয়ে: ৫ক. আমরা আশা করবো যে, কোন পোস্টের মন্তব্য সেই পোস্টের লেখক নিজস্ব দায়িত্বেই নিয়ন্ত্রন করবেন। কর্তৃপক্ষ কোন সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়া পর্যন্ত কোন পদক্ষেপ নিবেনা। আমরা আশা করবো ব্লগার নিজ দায়িত্বেই আপত্তিকর মন্তব্য মুছে ফেলবেন এবং মন্তব্যকারীকে ব্লক করবেন যাতে মন্তব্যকারী ব্লগার ভবিষ্যতে এরকম কোন আপত্তিকর মন্তব্য না করতে পারে ।

যতদিন পর্যন্ত রিপোর্ট এবিউজ বাটন সুবিধা না থাকছে, ততদিন “কোন সমস্যা” পাতায় গিয়ে অভিযোগ জানাতে অনুরোধ করা যাচ্ছে। ৫খ. যদি কোন ব্লগের মন্তব্যে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত উপাদান থাকে তাহলে ব্লগ লেখকের অনুমতি ছাড়াই সেই মন্তব্য মুছে দিতে পারি । ৫গ. ব্লগার “কোন সমস্যা” পাতায় অভিযোগ জানানোর সুবিধা হারাবেন যদি তিনি ক্রমাগত ভিত্তিহীন অভিযোগ জানাতে থাকেন। ৫ক এর উপর ভিত্তি করে অভিযোগ করা যায় না, কারণ এটি আসলে কোন আইন নয়, এটি সামহোয়্যারের ব্লগারদের কাছে কর্তৃপক্ষের একটি অনুরোধ। ৫খ ধারাও কমেন্টটি ভঙ্গ করে নি।

৫গ কোন আইন নয়, ব্লগারদের প্রতি একটি সতর্কতা সংকেত। আমি জানি সামহোয়্যারের কর্তৃপক্ষ চান না মডারেশন নিয়ে প্রথম পাতায় আলোচনা হোক। কিন্তু এবারে আমি অপারগ হয়েই ব্যাপারটি প্রথম পাতায় আনলাম। কর্তৃপক্ষ যদি পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দেন, কিংবা ডিলিট করেন - আমার কিছু করার থাকবে না। আমি শুধু ব্লগের ভেতরের সমস্ত অন্ধকারকে দূর করতে চাই।

আমার মনে হয় ব্লগের সবাই তাই চান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.