আমাদের কথা খুঁজে নিন

   

কর্ম অনুযায়ী মানুষকে কর্মফল পেতে হয় ।

প্রদীপ হালদার,জাতিস্মর। কর্ম অনুযায়ী মানুষকে কর্মফল পেতে হয় । বৃক্ষ তোমার নাম কি ? ফলেন পরিচয়তে বৃক্ষ । ফলের দ্বারা বৃক্ষ চেনা যায় । কথাটা ভীষণ সত্য ।

আম গাছে আম ফলে । কাঁঠাল গাছে কাঁঠাল ,জাম গাছে জাম ,লিচু গাছে লিচু, খেজুর গাছে খেজুর । খেজুর গাছে আম হয় না কিংবা লিচু গাছে জাম হয় না । সত্য কথা । মানুষের পরিচয় কর্মের দ্বারা ।

যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে । ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায় আর খারাপ কাজের জন্য খারাপ ফল পাওয়া যায় । এটা ঠিক । কিন্তু বাস্তবে দেখা যায় খারাপ কাজে ভালো ফল আর ভালো কাজে খারাপ ফল । এটা কি ঠিক ? ভাবতে হবে ।

কিভাবে ভাববেন ? প্রথমে ভাবি ভালো কাকে বলে আর খারাপ কাকে বলে । দর্শনশাস্ত্র বলছে কোন কাজের উদ্দেশ্য,উপায় এবং ফলাফল ভালো হলে সেই কাজটাকে ভালো বলা হয় । আমি রোগীটাকে ভালো করার জন্য চিকিৎসা করলাম , রোগী ভালো হলো । সুতরাং আমার কাজটা ভালো । কিন্তু রোগী মারা গেলে আমার কাজটাকে খারাপ বলা হতো ।

আবার ভিখারীর মাথা ফাটাবার জন্য একটা কয়েন তার দিকে ছুঁড়ে দিলাম । ভিখারীর মাথায় লাগলো , আর ভিখারী কয়েনটি কুড়িয়ে নিয়ে খাবার কিনে খেলো । আমার উদ্দেশ্য খারাপ থাকলেও ফলাফল যেহেতু ভালো ,সুতরাং কাজটা ভালো । ফলাফলের ওপর নির্ভর করে কাজের বিচার হয় না । মানুষকে সাহায্য করা আমার উদ্দেশ্য ।

কিন্তু উপায় খারাপ অর্থাৎ অসৎ উপায়ে টাকা রোজগার । সেই টাকাই মানুষকে সাহায্য করলেও কাজটা ভালো নয় । পদার্থবিদ্যা অনু্যায়ী কাজ কাকে বলে ? What is work ? Displacement of mass by force is called work . বলপ্রয়োগে কোন ভরের অপসারণ ঘটলে তাকেই কাজ বলি । দেওয়ালকে বলপ্রয়োগে ঠেললাম । দেওয়াল সরলো না ।

তাই এটাকে কাজ বলা যায় না । এবার আসা যাক কর্ম অনু্যায়ী ফল কি । চাষী জমিতে চাষবাস করলো । ভালো ফসল তুললো । কিন্তু বেচতে পারছে না ।

আবার একটি ছেলে রাত জেগে পড়াশোনা করেও পরীক্ষায় পাশ করতে পারলো না । আবার একটি ছেলে ঠিকমতো পড়াশোনা না করেও পরীক্ষায় পাশ করলো । এখন পরীক্ষায় পাশ করতে হলে তাকে খাতায় প্রশ্নের সঠিক উত্তর লিখতে হবে। রাত জেগে পড়া বা না পড়ার ওপর কোনকিছু নির্ভর করে না । খাতায় লেখাটা আসল ।

অনেকে টুকে লেখে । কিভাবে লিখলো তার বিচার হয় না । মেয়েটি ভালো অথচ পাড়ার ছেলেরা তাকে খারাপ কথা বললো । পদার্থবিদ্যা অনু্যায়ী বলপ্রয়োগে ভরকে সরাতে পারলে তাকে কাজ বলে । মেয়েটি এমন ধরণের পোষাক পড়ে হাঁটছিল , যে পোষাক ছেলেদের movement করালো ।

তার পোষাকই কাজ করালো আর তার ফল তাকে পেতে হলো । পরীক্ষার খাতার লেখা বা লিখিত আওয়াজ শিক্ষককে movement করালো । তাহলে এটিও কাজ । মুখের আওয়াজ বা কথা মানুষকে নাড়াতে পারে । তাহলে আওয়াজ বা কথা বলাকে কাজের মধ্যে ফেলতে পারি ।

চাষী ভালো চাষ করলেও তার মুখে ফসলের দাম শুনে তার কাছে আর কেউ আসতে চাইছে না । ভালো কথায় মানুষ নড়ে এবং ফল ভালো হয় । খারাপ কথায় মানুষ নড়ে কিন্তু ফল খারাপ হয় । তাহলে আসল কাজ করি মুখ দিয়ে । আর তার ফল পেতেই হবে ।

আমি কথা বললাম না ,কিন্তু আমার পোষাকে মানুষ নড়লো । এটাও কাজ। ভালো পোষাকের ফল ভাল হয় । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।