আমাদের কথা খুঁজে নিন

   

নিত্য কর্ম

আমার একটা বালের কবিতা, একটা দিনেই শেষ মাগার অন্য হাজার সব কিছুই টিকে আছে বেশ। আমি দশ-বারো লাইন লিখতে পারলে কবি বনে যাই ভাবি বিশাল কিছু হয়ে এবার স্বর্গে হবে ঠাই। দেখি মিথ্যা এসব ভাবনা আমার উলু বনের ফুল এখন সামনে দেখি আসছে ধেয়ে দু:খ অপ্রতুল। আমার পুজি বাট্টা যেটুক, তাহা খুবই নগন্য এতো কম পুজিতে কেমনে আমি হবো অনন্য। আমি পড়তে যখন বসি আমার পড়ার টেবিলে তখন ছন্দ এসে পুলক জাগায় ছোট্ট এই দিলে। আমার ভাই-বেরাদর সবাই আমায় করে অবিশ্বাস বলে পড়া-লেখায় ফাকি দিলে খাইবো পড়ে বাশ। আমার শিষ্টাচারে গলদ আছে, মুক্তি আমার নাই আমি পাপের দেশের রাজা হয়ে পদ্যে দেব ছাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।