আমাদের কথা খুঁজে নিন

   

সভ্যতা

ন্যায় অন্যায় বুঝিনে, জানি শুধু তোমারে!! আমি সে সভ্যতার কপালে লাথি মারি, সামাজিক স্থরের ভেদে যেথায় মানুষকে মানুষ বলে, হে সভ্য সমাজ এ তোর কেমন সভ্যতা? ক্ষুধার্ত ভিক্ষুকের ঘামের গন্ধে বমি আসে, সর সর কাছে আসিস না,নোংরা হাতে ছুঁয়ে দিলো! হারামির বাচ্চা সভ্যতাও বোঝেনা,ইতর কোথাকার! ঐ রিক্সা যাবি?যাবিনা কেন কুত্তার বাচ্চা? বাবার বয়সি রিক্সা চালকের সাথে এ কি সভ্যতা? তবুও তারাই সভ্য,স্যুট কোটের আড়ালে লুকানো পশুত্ব! ফুটপাতে দাঁড়ানো পতিতার দিকে আড়চোখে চায়, মিটি মিটি হাসে আর ঘৃণায় থু ফালায়! আরে ঐ সভভ,আধারে পেলে তুইই খুবলে খাবি! কদিন আর থাকবি লুকিয়ে মুখোশের আড়ালে বল? খোলা ডাস্টবিন সভ্যতার অন্তরায়,গন্ধ ছড়ায়! আমার কিন্তু বেশ লাগে, ওর জন্য কিছু প্রাণ বাঁচে। আরে ঐ সভ্যর বাচ্চা নাক সিটকাবি না,খবরদার, পারিসনা দুই টাকা ভিক্ষা দিতে আবার সভ্যতা! আমি অসভ্য,তবু তোদের অনুমতি চাই- অনুমতি দে তোদের মুখে থু থু ছেটাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.