আমাদের কথা খুঁজে নিন

   

পানির অপচয় করলে জেল-জরিমানার আইন পাশ।। এক নম্বরে ঢাকা ওয়াসাকে জেল-জরিমানা করা উচিত, কারণ ওয়াসার পানির লাইনে হাজারও ফুটো, অপচয় হচ্ছে হাজার হাজার টন পানি...ফুটো দিয়ে সোয়ারেজের ময়লা মিশে নষ্ট হচ্ছে লাখ লাখ টন পানি....এসব দেখবে কে..?????

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" পানির অপচয় রোধে মূল্য নীতিমালা প্রণয়ন এবং ব্যবহারের শর্ত ভাঙলে কারাদণ্ডের বিধান রেখে বাংলাদেশ পানি আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রয়োজনীয় পরিমার্জন ও আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য আবার মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা। খসড়া প্রস্তাবে আইন লঙ্ঘনের অপরাধের গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড অথবা ৫০ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত খসড়ায় যে কোন উৎস থেকে পাওয়া পানি মৌলিক চাহিদার বাইরে যথেচ্ছ ব্যবহারকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ অপরাধের জন্য কারাদণ্ড, অর্থদণ্ড এবং তিপূরণের বিধান রাখা হয়েছে। যে কোন উৎস থেকে ব্যক্তিগত ব্যবহার ও সেচসহ মৌলিক চাহিদার অতিরিক্ত পানি ব্যবহারের মূল্য আরোপের বিধানও প্রস্তাব করা হয়েছে। সূত্র : মানব জমিন  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.