আমাদের কথা খুঁজে নিন

   

পানির বিকিকিনি !!!

বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়..... যদি প্রয়োজন হয় পানির তবে পানি সংগ্রহ করার পূর্বেই মূল্য পরিশোধ করতে হবে এবং সিরিয়াল দিয়ে যেতে হবে ওয়াসার বিক্রয়কেন্দ্রে। পানির বিকিকিনির এই মূল্য তালিকাটি হচ্ছে ১১০০ লিটার পানির জন্য ৭৫ টাকা, ২২০০ লিটারের জন্য ১২৫ টাকা, ৩৬০০ লিটার ১৫০ টাকা এবং ৫৪০০ লিটার পানির জন্য ২০০ টাকা। যদি থাকে অভিযোগ আপনার পানি সংক্রান্ত যে কোনো অভিযোগের জন্য ঢাকা ওয়াসার আঞ্চলিক কার্যালয় ২৪ ঘণ্টাই খোলা থাকে। যদি থাকে অভিযোগ তাহলে আজই চলে আসুন প্রধান কার্যালয় ওয়াসা ভবনের কন্ট্রোল রুমে। কাওরানবাজারে সরাসরি আসতে না চাইলে ফোন করতে পারেন এই নম্বরে ৮১১০৫৯৬।

ঢাকা ওয়াসার জোন ১ ও ৭-এর মধ্যে রয়েছে লক্ষ্মীবাজার, গেন্ডারিয়া, শ্যামপুর, জুরাইন, দনিয়া, যাত্রাবাড়ি, মানিকনগর, বাসাবো, মতিঝিল, দিলকুশা, নারিন্দা, নবাবপুর, ওয়ারি এবং ফকিরাপুল। প্রয়োজনে ৯৩৫৬৯৫৭ নম্বরে ফোন ছাড়াও এই জোনের বাসিন্দারা বিল সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে পারেন ৯৩৫৬৬০৭ নম্বরে। জোন ২-এর মাঝে রয়েছে বংশাল, মিটফোর্ড, আরমানিটোলা, নবাবপুর, লালবাগ, নওয়াবগঞ্জ, হাজারীবাগ, বকশীবাজার, নাজিম উদ্দিন রোড, বেগমবাজার, মৌলভীবাজার এবং চাঁদনী ঘাট। ফোন: ৭৩১২৫৮৯ এবং বিল সংক্রান্ত যোগাযোগ: ৭৩১৫২৪৯ নম্বরে। জোন ৩-এর মধ্যে রয়েছে ধানমন্ডি, জিগাতলা, রায়েরবাজার, রাজাবাজার, কলাবাগান, কাঁঠালবাগান, লালমাটিয়া, মোহাম্মদপুর, শঙ্কর, গ্রিনরোড এবং শ্যামলী।

প্রয়োজনে সরাসরি কথা বলুন: ৮১২০২০৫ নম্বরে এবং বিল সংক্রান্ত যোগাযোগ করুন ৯১১৮৭৮৬ নম্বরে। জোন নম্বর ৪ ও ১০ এর মাঝে রয়েছে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, ইব্রাহিমপুর, মিরপুর, পল্লবী, কল্যাণপুর এবং গাবতলী। অভিযোগ কিংবা অনুরোধের জন্য ৯০০৩৮৪২ নম্বর ছাড়া বিল বিষয়ক যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন ৯০০৩৭৮৭ নম্বরে। জোন ৫ ও ৯-এর মাঝে আছে কাওরানবাজার, তেজকুনীপাড়া, নাখালপাড়া, তেজগাঁও, বনানী, মহাখালী এবং উত্তরা। ফোন ৯৮৯৯৩৪০ ও বিল সংক্রান্ত যোগাযোগ করুন ৯৮৯৯৩৩৯ নম্বরে।

জোন ৬-এর মধ্যে অবস্থিত এলাকাগুলো হলো নিউ ইস্কাটন, বড় মগবাজার, পল্টন, আরামবাগ, শান্তিনগর, স্বামীবাগ, শাহজাহানপুর, গোরান, মালিবাগ, সিদ্ধেশ্বরী, খিলগাঁও এবং রামপুরা। ফোন: ৯৩৫৮৬১৫ নম্বরটি ছাড়াও আপনার বিল সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করুন ৮১২৮০৫২ নম্বরে। জোন ৮-এর মধ্যে আছে গুলশান, বারিধারা, বাড্ডা, নতুনবাজার, শীতলক্ষা নদীর পূর্ব ও পশ্চিম পাশের এলাকা এবং গোদনাইল। প্রয়োজনীয় ফোন: ৭৬৩০৫২৮ এবং বিল সংক্রান্ত যোগাযোগ করুন: ৮১২৮০৫২ নম্বরে। সূত্র: দৈনিক ইত্তেফাক, জুন ০৮, ২০১০ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.