আমাদের কথা খুঁজে নিন

   

পানির ফোঁটা

পানির ফোঁটার ছবি তোলেনি এমন ফটোগ্রাফার হয়তো পাওয়াই যাবেনা। আমার মনে হয় সকল ফটোগ্রাফারদের ভেতর একটা অদ্ভুত রকমের অনুভুতি কাজ করে পানির ফোঁটার ছবি তোলার জন্য। আগেও কিছু পানির ফোঁটার ছবি তুলেছি তবে আজ পর্যন্ত যা তুলেছি সেগুলির ভেতর এই তিনটি ছবি আমার সবচেয়ে ভালো গেলেছে। ছবিগুলি ঢাকার একটা রেস্টুরেন্ট Flambi তে তোলা। Just বৃষ্টিটা শেষ হয়েছে, আমরা কলিগরা লাঞ্চ করে বের হতেই দেখি পাতার উপর কি সুন্দর করে পানির ফোঁটাগুলি জমে আছে! প্রতিটি ছবিই তুলতে একটু কষ্টই করতে হয়েছে।

কারন, তখন মাত্র বৃষ্টি শেষ আর সূর্য্য তখনো ঢেকেই ছিলো। যেহেতু আমার ক্যামেরা অতি সাধারন, অল্প আলোতে ছবি তোলা খুব কষ্ট। ফ্ল্যাশ লাইটে ছুবি তুলে আমি মজা পাইনা। দু একটি তুললাম ফ্ল্যাশ লাইট দিয়েই। কিন্তু মন ভরছিলোনা।

ফ্ল্যাশ বন্ধ করেই ছবি তুললাম। কিন্তু সামান্য একটু হাত নড়লেই ছবি নষ্ট। ওদিকে কলিগ্‌রা গাড়িতে উঠে যাচ্ছে। ১মিনিট সময় চেয়ে চেষ্টা করলাম আরো কিছু ছবি তুলতে। হাতকে খুব কষ্ট করে স্থির রেখে এই ছবিগুলি তুলতে সক্ষম হলাম।

নিচের এটি মে-র শেষ জুনের শুরুতে তোলা বাসার ছাদে। আমার ফটোব্লগ: http://leelens.wordpress.com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.