আমাদের কথা খুঁজে নিন

   

একটু উষ্ণতার জন্য ।

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম। একটু উষ্ণতার জন্য কত শত দিনের অপেক্ষা অবশেষে সেই মাহেন্দ্রখন, এতোটুকু স্পর্শে তুমি এতোটা জ্বলে উঠবে তা সত্যিই আমার বোধগম্য দিল না। সে যেন এক উত্তাল তরঙ্গ, এদিক থেকে ওদিকে ভেসে বেড়ানো তরঙ্গের সেই অভিনব রুপ আমায় যেন অন্ধ করে দিয়েছে। উত্তাল তরঙ্গ যখন আরো বেশী উত্তাল তখন আমার অস্তিত্ব খুঁজে পাইনি, এই মাতাল কে আরো বেশী মাতাল করেছিল তোমার স্পর্শ। তুমি যে অবর্ননীয় ছিলে তাতে কোন সন্দেহ ছিলনা, তারপরেও তোমাকে এতোটা কাছ থেকে না দেখলে তোমাকে আবিষ্কার করা এতোটা সহজ হতো না। তুমি সুন্দর, তুমি ভয়ংকর তুমি ধনুকের তীর। তুমি অগ্নি, তুমি অগ্নি মশাল চাইলেই আমায় জ্বালিয়ে দিতে পারে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.