আমাদের কথা খুঁজে নিন

   

*মুভি গাইড* জেমস বন্ড (০০৭) মুভি রেটিং (রজার মুর পর্ব)

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com ১৯৫৩ সালে লেখক-সাংবাদিক মি. ইয়ান ফ্লেমিং তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও কল্পনার মিশেলে সাহিত্যে সৃষ্টি করেন এক অনবদ্য স্পাই চরিত্র: নাম তার বন্ড, জেমস বন্ড। কোড নং: ০০৭। ফ্লেমিংয়ের প্রথম বন্ড উপন্যাসের নাম: ক্যাসিনো রয়াল। ১৯৬২ সালে ইয়ন প্রোডাকশনসের ব্যানারে নির্মিত হয় প্রথম বন্ড মুভি: Dr. No। এতে জেমস বন্ড চরিত্রটি রূপদান করেন: শন কনারি।

শন ১৯৭১ সাল পর্যন্ত ইয়নের আরও ৫টি বন্ড মুভিতে বন্ড চরিত্রে অভিনয় করেন। ২০১২ সাল পর্যন্ত Eon ২৩টি বন্ড মুভি তৈরি করেছে। ইয়ন প্রোডাকশনসের বন্ড মুভিগুলোকে বলা হয় 'অফিসিয়াল' বন্ড মুভি। এসব মুভিতে সর্বাধিকবার বন্ড হিসেবে আবির্ভূত হয়েছেন: রজার মুর। ১৯৭৩ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত রজার ৭টি বন্ড মুভিতে অভিনয় করেন।

ইয়ন ব্যানারের বাইরে আরও একটি বন্ড মুভি হয়েছিল ১৯৮৩ সালে। Never Say Never Again নামের ঐ মুভিটিতে প্রায় এক যুগ পর বন্ড চরিত্রে ফিরে আসেন শন কনারি। এ হিসাবে শন ও রজার দুজনে ৭টি করে বন্ড মুভিতে অভিনয় করেছেন। রজার মুরের প্রথম জেমস বন্ড মুভি Live And Let Die রিলিজ হয় ১৯৭৩ সালে। মুরের বয়স তখন ৪৬।

যদিও ফ্লেমিংয়ের উপন্যাস অনুসারে বন্ডের বয়স ৩৫-৪০ বছর। রজারের শেষ বন্ড মুভি A View To A Kill রিলিজ হয় ১৯৮৫ সালে। মুরের বয়স তখন ৫৮! বেশি বয়সে বন্ডের চরিত্রে অভিনয় করলেও সত্তর ও আশির দশকে বন্ড সিরিজটিকে জিইয়ে রাখতে মুর সফল ছিলেন। আগের দুই বন্ড অভিনেতা শন কনারি ও জর্জ ল্যাজেনবির তুলনায় রজার জেমস বন্ডের পার্সনালিটি একটু নিজস্ব ঢঙে উপস্থাপন করেছেন। রজার কনারির মতো সিরিয়াসধর্মী বন্ড ছিলেন না।

তিনি বন্ডকে কৌতুকপ্রবণ করে তুলেছিলেন। রজারের বন্ড হয়েছ অনেকটা রোমান্টিক। কনারির বন্ডের চেয়ে নিজের বন্ডকে পৃথক করতে রজার বন্ড চরিত্রে সিগারেটের বদলে সিগারের ধূমপান করতেন এবং মার্টিনির বদলে পান করতেন Bourbon. এ বছর (২০১২) জেমস বন্ড মুভি সিরিজের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রকাশ করছি আমার জেমস বন্ড মুভি রেটিং। এ পর্বে রজার মুরের ০০৭টি জেমস বন্ড মুভির রেটিং: ০০১. Live And Let Die (1973): 3/5 ০০২. The Man With The Golden Gun (1974): 3/5 ০০৩. The Spy Who Loved Me (1977): 3.5/5 ০০৪. Moonraker (1979): 2.5/5 ০০৫. For Your Eyes Only (1981): 3.5/5 ০০৬. Octopussy (1983): 2.5/5 ০০৭. A View To A Kill (1985): 2.5/5 রজার মুরের ০০৭টি মুভির গড় রেটিং দাঁড়াচ্ছে: 2.9/5। আমার মতে রজার মুরের সেরা বন্ড মুভি হচ্ছে The Spy Who Loved Me এবং For Your Eyes Only।

আপনার প্রিয় রজার মুর-বন্ড মুভি কোনটি?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.