আমাদের কথা খুঁজে নিন

   

প্রণয়ের সংবিধান . . .

Ami odvut and ami real matal na.kobitai matal. যখন তোমার ওষ্ঠের খুব কাছে চলে আসে আমার এ প্রমত্ত সতৃষ্ণ ওষ্ঠ , তোমায় চুম্বনে নিষ্পেষণ ছাড়া আমি নিরুপায় । তোমার চঞ্চলা বাহুলতার পাশে , এ শূদ্র বাহুর সংস্পর্শ হলে – একটু আলতো করে ছুঁয়ে না দিলে , বড় বিমর্ষ লাগে । পথ চলতে তোমার চাঁদমুখ যখন রোদে পোড়ে , হাতের আড়ালে সূর্যকে ঢেকে না দিলে , সূর্য এ ধরায় নেমে এসে সংগোপনে – এ প্রেমিক হৃদয়কে খুব কাছ থেকে পোড়ায় । তোমার ললাটের লাল টিপ যখন নড়বড়ে , কোমল হাতে তোমার ললাটে তা আমাকেই বসাতে হবে । পথ চলতে হোঁচট খেলে , আমার হাত না বাড়ালেও , এ হাত সাগ্রহে তোমাকে আঁকড়ে ধরবে । তোমার প্রিয় পুষ্পখানি একাগ্রচিত্তে – তোমার খোঁপায় গেঁথে দেওয়া আমার চির স্বভাব । তোমাকে আর স্পর্শ করব না – কথাটা আর রাখাই হল না । তোমার দেওয়া প্রণয়ের সংবিধান , আমি কখনও মানি নি , মানব না । তোমাকে স্পর্শ না করলে আর করব কাকে ? তরু কি কখনো মৃত্তিকার স্পর্শ ছাড়া থাকে ! - ( মাতাল কবি )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।