আমাদের কথা খুঁজে নিন

   

প্রণয়ের চিরায়ত পঙ্ক্তিমালা

১ চাতকের তৃষা নিয়ে নিশিদিন পথ চেয়ে রই; শ্রাবনের বারিধারা বয়ে নিয়ে তুমি এলে কই? ২ তোমার জন্যই হইছি আমি নিখাঁদ সাদা পাতা; তুমি কিনা আনমনে লিখে যাও তাতে যা-তা। ৩ তোমার মনে যদি না-ই জ্বলে অনুরাগের আগুন, আমার কি আছে লাভ শীতের পরে এলে ফাগুন? ৪ তুমি এলেই নিষ্প্রাণ এই আমি প্রাণ ফিরে পাই; জেনেশুনে তবে কেন দেরিতে এসেই বলো, যাই? ৫ ভালোবাসি ভালোবাসি- নীরবে বলেছি সহস্রবার তোমাকে চাই- সরবে বলতে দাও মাত্র একটিবার। ৬ নৈঃশব্দের সঙ্গীতের ভেতর নিশীথনিবিড় প্রহর গুনি; ব্যথাতুর বাতাসের হুতাশে তোমারি দীর্ঘশ্বাস শুনি। ৭ আমার অন্তর্জগতের অভিকর্ষ মহাকর্ষ শুধুই তুমি; কেন তবে চাও না হতে আমার একমাত্র পতনভূমি? ৮ প্রেমিক নাবিক প্রণয়ের তরীতে তুলেছি কামনার পাল; তোমার পোতাশ্রয়ে নোঙর করবই পরশু কিংবা কাল। ৯ সযতনে পরাণের গহিনে তুলেছি গড়ে অনিন্দ্য বাগান; কলি নেই, ফুল নেই, আছে শুধু তোমার হৃদয়ের ঘ্রাণ। ১০ এসেছে পূর্ণিমার রাত- আকাশ যে কালো মেঘে ঢাকা; আসবে না তুমি- তবু কেন মিছে তোমায় কাছে ডাকা। ১১ তোমার জন্য যেদিন একফোঁটা চোখের জল ফেলেছি সেদিন বুঝলাম আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।