আমাদের কথা খুঁজে নিন

   

'ফ্লাই-ওভার' / রি-পোষ্ট

আগের পোষ্টটির লিংকটি ঠিক ভাবে কাজ করছিলো না। ব্লগার বিকারগ্রস্থ মস্তিস্ককে ধন্যবাদ বিষয়টি ধরিয়ে দেয়ার জন্য। এই খণ্ড নাটকটি ২০১১ সালের ২০ মে (শুক্রবার) রাতে বেসরকারি চ্যানেল দেশ টিভিতে প্রচারিত হয়েছে। এটি বরিশালে জন্ম নেয়া নির্মাণ ও প্রযোজনাকারী প্রতিষ্ঠান থিম থিয়েটার 'উইজার্ড ভ্যালী'র প্রথম বাণিজ্যিক কাজ। এটি পরিচালনা করেছেন ওই প্রতিষ্ঠানেরই কর্ণধার রাসেল আহমেদ।

এর আগে বরিশাল নগরীর বিএম কলেজ ক্যাম্পাস ও কলেজ রোড কেন্দ্রীক সৃজনশীল আড্ডা থেকে ২০০৫ সালে থিম থিয়েটার 'উইজার্ড ভ্যালী'র যাত্রা শুরু হয়। এরপর বিভিন্ন সময়ে তারা স্থানীয় প্রযুক্তিতে বেশ কিছু স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ও নাটিকা তৈরী করেছে। এছাড়া উইজার্ডদের উদ্যোগে দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় চলচ্চিত্র প্রদর্শণীও অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে ঢাকা কেন্দ্রীক কাজ শুরু করে তারা। এরই ধারাবাহিকতায় ‌‌'ফ্লাই-ওভার'-এর সৃষ্টি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.