আমাদের কথা খুঁজে নিন

   

সমকালীন ছড়া

জানি না কবে কোথায় , কিভাবে তোমাকে আবার দেখব। তবে তোমাকে হারানাটাই আমার অনেক বড় একটা বাজে অনুভুতি । ভাল থেকো বিবেকা। ভাল থেকো বিবেক। ভাল থেকো আমার কবিতাগুলো নৌকার হামলায় মরল জাতি শিক্ষক মরে রাজপথে ।

আবার জিগাই আইডি নাগরিক -- দেশটা দিলা কার হাতে ? জমালয়ের দুয়ার খোলা ধর্ষণে হয় সেঞ্চুরি । তোমার হাতে ভোটার আইডি ডুবাইয়া খাও ঝালমুড়ি । বাপ বয়সী শিক্ষকেরে চড়,লাথ্থি, গুতাইছে । তোমার চোখে পড়ছে পোকা বিবেকটারে চোতাইছে । তোমার ও একদিন এমনি হবে ধইসা যাবে আরামঘর ।

জমের দূতে আইসা কইব - এইশালারে আগে ধর । অতএব , বুইঝা শুইনা বীর বাঙালী লীগ- বিএনপি নিপাত যাক । জোটের জোকে মরুক পচে বাংলা আমার ভাল থাক । নতুন করে বাঁচতে হবে যায় নি সময় আজও । যুদ্ধে নামো নতুন করে --- স্টেনগানের মত বাজো ।

(সুদীপ্ত ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।