আমাদের কথা খুঁজে নিন

   

সমকালীন! রূপকথার গল্প! (৪) :

বন্ধুরা, ঢাকাশহর.কম-এর জন্য ঢাকা বিষয়ক লেখা পাঠাতে পারেন। নতুন বা পুরানো। অবশ্যই পূর্ন নাম ও যোগাযোগের ঠিকানা বা মেইল নম্বর দিতে ভুল করবেন না। ইতিহাস বিষয়ক লেখা হলে সূত্র উল্লেখ করবেন। ধন্যবাদ ...জনতার কিয়দাংশ চাইল সেই সব মন্ত্রীবর্গের পদত্যাগ... যাহাদের ব্যর্থতায় গোটা প্রজাকুলের এই দুর্গতি... গুটি কয়েক প্রজা এই দাবীতে মিলিত হইলেও... রাজ্যের বেশিভাগ প্রজারাই-বিশেষ করে যাদের নিজস্ব গাড়ি-বাড়ি-ধনরাশি রহিয়াছে ঢেড় তাহারা ব্যস্ত রইল তাহাদের বিনোদন লইয়া... আর যাহাদের দু'বেলা আহার জোটানোই দায় তাহারাও যোগ দিতে পারিল না... যাহাদের পিতৃকুল ঘুষ খাইয়া এবং প্রজাদের সাথে প্রতারনা করিয়া প্রচুর বিত্ত কামাইয়াছে তাহাদের সন্তানেরা দামী দামী গাড়ি হাকাইয়া... দামী খাবারের দোকান থেকে খাবার খাইয়া... দামী দামী পোষাক পরিয়া গায়ে হাওয়া লাগাইয়া বেড়াতে লাগিল... প্রজাদের কিংদাংশ কি চাহিল তাহা আড়াল করিতে মন্ত্রী দায়সারা দু:খ প্রকাশ করিলেন... রাজ্যের অনেকেই তাহাকে বাহাবা দিতে লাগিল... -মূর্শেদূল কাইয়ুম মেরাজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।