আমাদের কথা খুঁজে নিন

   

সমকালীন সংলাপঃ..........

সন্ধ্যে হয়ে আসছে-কদম আলী জোড়পায়ে হাঁটছে বাড়ির দিকে। সারা দিন ভ্যান চালিয়ে মোট রোজগার ২৫৩ টাকা। এর মধ্যে নাস্তায় খরচ হয়ে গেছে ৪০ টাকা। বাকী থাকে ২১৩ টাকা। তিন কেজী চাল, তরকারি, তৈল, মশলা কিনতে কিনতে পকেটে আছে মাত্র ৩১ টাকা।

পথে চা খেতে বসলে পকেটে থাকবে মাত্র২০/২৫টাকা। তারপরও সোনাবন্দের গান উঠে আসে বাশ কন্ঠে। বাড়িতে গিয়ে রান্না হওয়ার জন্য অপেক্ষা করাআর খাওয়া সব মিলিয়ে দু’ঘন্টাই লাগবে! তারপরে স্বর্গীয় সুখ! বর্মান সমাজ ব্যবস্থায় পুরুষ শাষিতের সিল লাগানো। আর বাস্তবতাও এরকম। দেশের কতো পার্সেন্ট নারী সেচ্চায় তার স্বামীর সাথে যৌন সম্পর্ক করে? এর উত্তরে পার্সেন্টিস আমাদের জানা থাকলেও আমরা জানি এর সংখ্যা খুব কম।

আর সে কারনেই সময় অসময় ধর্ষনের শিকার হয় লাখো নারী। আর আমাদের দেশে প্রতিনিয়ত ধর্ষন হচ্ছে ছদ্ম দেশপ্রেমিকদের যাতাকলে পিষে। আর্তনাদ করেও রেহাই নেই তার। যে যেখান থেকে পারছে যৌন ক্ষধা মিটাচ্ছে দেশ মাতার সাথে যৌন মাতলামি করে। ধৈর্যশীল দেশ মাতৃকা আদর্শ সন্তান হারা হতে হতে একপাল শকুনের ভাগারে পরিণত হচ্ছে আমাদের দেশ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।