আমাদের কথা খুঁজে নিন

   

টুকুর ভাতিজার পিটুনিতে সাংবাদিক হাসপাতালে

আমি আমাকে চিনি না পাবনা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাবিখা’র দরপত্র নিয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক কালের কণ্ঠের পাবনা প্রতিনিধিকে পেটানোর অভিযোগ উঠেছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভাতিজার বিরুদ্ধে। সোমবার সকালে বেড়া উপজেলা সদরের কালীবাড়ীর সামনে এ হামলায় আহত আব্দুল¬াহ আল মামুনকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামুনের বড় ভাই আল মাহমুদ সরকার জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। ব্যক্তিগত কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে মনে করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে তিনি সাংবাদিকদের বলেছেন, “ঘটনা যাই ঘটুক, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

” শুক্রবার (১১ মে) কালের কণ্ঠে টিআর-কাবিখা’র টেন্ডার পান এমপি টুকুর স্বজনরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকে প্রতিমন্ত্রীর ভাতিজা ও তার অনুসারীরা মামুনকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেছেন আল মাহমুদ সরকার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর জের ধরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বড় ভাই বৃশালিখা গ্রমের বদিউল আলমের ছেলে আমিনুল ইসলামের (৩০) নেতৃত্বে একই গ্রামের নজরুল (৩১), ফিরোজ (২৭), হালিম (২৯), জাকির (৩০), সাগরসহ (২৮) অন্তত ১২/১৩ জন সন্ত্রাসী লোহার রড দিয়ে মামুনকে প্রচণ্ডভাবে পেটায়। ” প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মামুন বাজারের একটি খাবার দোকান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমিনুল ও তার সঙ্গীরা মামুনকে ধরে কালী মন্দিরের সামনে নিয়ে মারধর করে। আশপাশের লোকজন ঘটনা দেখলেও মামুনকে রক্ষা করতে যাওয়ার সাহস পায়নি বলে স্থানীয়রা জানায়।

মামুনকে ফেলে হামলাকারীরা চলে গেলে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরে তাকে ভর্তি করা হয় পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমিনুলের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাকে হত্যার জন্য লোহার রড দিয়ে ঘাড়ে, পিঠে ও হাতে নির্দয়ভাবে পেটায়। ” হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ডা. রিয়াজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামুনের কোনো হাড় ভাঙেনি, তবে শরীরে তীব্র ব্যথা রয়েছে। তাকে বিশ্রামে থাকতে হবে।

মামুনকে দেখতে পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু হাসপাতালে যান। বেড়া থানার ওসি আব্দুল হাই বলেন, এ ঘটনায় আমিনুলসহ ছয় জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে। এদিকে মামুনের ওপর হামলার প্রতিবাদে পাবনা প্রেসক্লাবে সভা করেছে স্থানীয় সাংবাদিকরা। প্রেসক্লাব সভাপতি শিবজিত নাগের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক রণেশ মৈত্র, আনোয়ারুল হক, প্রেসক্লাব সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, উৎপল মির্জা প্রমুখ।

বেড়া উপজেলায়ও সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন। সরকার আরিফুর রহমানের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন বসন্ত দাস, শফিউল আযম, বরুন রায়, ওয়াহিদুজ্জামান প্রমুখ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.