আমাদের কথা খুঁজে নিন

   

এরা সুখের লাগি চাহে প্রেম , প্রেম মেলে না; শুধু সুখ চলে যায়।

সোনাই আর বালি'র চিঠি ব্লগে স্বাগতম !!! এরা সুখের লাগি চাহে প্রেম , প্রেম মেলে না। শুধু সুখ চলে যায়। এমনি মায়ার ছলনা। এরা ভুলে যায় , কারে ছেড়ে কারে চায়। তাই কেঁদে কাটে নিশি , তাই দহে প্রাণ , তাই মান অভিমান।

তাই এত হায় - হায়। প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায়। সখী , চলো , গেল নিশি , স্বপন ফুরালো , মিছে আর কেন বলো। শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল। সখী , চলো।

প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান। এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল। । এরা সুখের লাগি চাহে প্রেম , প্রেম মেলে না; শুধু সুখ চলে যায়---  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।