আমাদের কথা খুঁজে নিন

   

...একটুখানি অনুভূতি...

হাঁ 'আমার' শব্দটির সীমান্ত বর্ণযুগল বর্ণিল বর্ণে এক হল তোমার আগমনে , মা ... তুমি ছাড়া 'আমার' নেই । অস্তিত্বহীন এক মোমের লাভার হৃদয়ের গন্ধ পাই তোমার স্পর্শনে , মা ... তুমি ছাড়া 'হৃদয়' নেই । পোড়ানো পৃথিবীর পাথর মৃত্তিকায় শান্তির পরশ বিন্দু আঁচল পতাকায় , মা ... তুমি ছাড়া 'শান্তি' নেই । স্রস্টার রূপ চূষে নিলে তুমি মুখ অবয়বে সৃজনশীল সৃস্টি এক মমতার ছোঁয়ায়, মা ... তুমি ছাড়া 'সৃস্টি' নেই । -------------------------------- বুক ফাটিয়ে মা ডাকতে ইচেছ করছে, পারছি না।মা এখন অনেক দূরে !  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।