আমাদের কথা খুঁজে নিন

   

একটুখানি philosophy….

Philosophy শব্দটি Phylo and Sophia এই দুইটি শব্দ থেকে এসেছে। Phylo অর্থ অনুরাগ বা আসক্তি এবং Sophia অর্থ জ্ঞান। জ্ঞানের প্রতি অনুরাগ বা আসক্তিকেই Philosophy বলে। “জীবন ও জগতের অগণিত রহস্য মানবমনে যে বিস্ময়ের সৃষ্টি করে সেই বিস্ময়ের অবস্থা থেকে মুক্তির আকুতিই হলো জ্ঞানানুরাগ। ” অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তির প্রয়াসই Philosophy. বাংলায় এর অনুবাদ দর্শন।

সৃষ্টির শুরু থেকেই মানুষের মাঝ এই অনুরাগ বা আসক্তি বিদ্যমান। এটা কি? এটা কেন হয়? এটা কিভাবে হয়? এটা দ্বারা কি হয়? কেউ সৃষ্টি নিয়ে কথা বলে, কেউবা আবার স্রষ্টা নিয়ে প্রম্ন করে। মানুষ কেন পৃথিবীতে? মানুষের দায়িত্ব কি এই পৃথিবীতে? মানুষকে কে সৃষ্টি করেছেন? মানুষের মাঝে এরকম নানাবিধ প্রশ্ন প্রতিনিয়ত দানা বাঁধে। যার ফলশ্রুতিতে মনে এক সাইমুম ঝড় বয়ে চলে প্রতিনিয়ত। প্রত্যেকেই তার সেই কাঙ্খিত উত্তরটা খোজার জন্য দেশ থেকে দেশে, অন্যকে জিজ্ঞাসা করে কিংবা কোন কিতাব তালাশ করে।

আবার কেউবা উত্তরটা না পেয়ে নিজে নিজে বাকিটুকু ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।