আমাদের কথা খুঁজে নিন

   

একটুখানি!

রাতের উপর ভর করে আরেক নিশি/আঁধারের চারপাশে বসত করে গুমোট অন্ধকার। একটুখানি তাকাও যদি একটু আমার চোখ, একটুখানি স্পর্শ তোমার,একটু আমার হাত, ভালোবাসার গহীন বনে হাটবো সারারাত। একটুখানি জোছনা যদি একটু থাকে জোনাক একটুখানি ঘাসে শিশির, একটু রোদ মুক্তো আলো রোদ-জোছনা সাঙ্গ করে দ্রোহের পদ্য রাখো। একটুখানি খুনসুটি যদি একটু অভিমান একটুখানি কাছে রেখে,একটু কেন টান? মান-অভিমানে কাটে তবে তোমার আমার সময়। একটুখানি বাগান যদি একটু ফোটো খুলে একটুখানি সমুখে থাকো,একটু উপমায় স্থাপন নয়,যোগ করে যাবে মোদের বেশ। একটুখানি ওষ্ঠ যদি একটু আমার অধর একটুখানি স্বপ্নে মোদের,একটু যাবে প্রহর কল্পনাকেই বাস্তবতা, এটাই মোদের সমর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।