আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ গোল্লায় যাক তাতে আমার কি.........?

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... বাংলাদেশ ধুলিসাৎ হয়ে যাক বা গোল্লায় যাক আমার কি.........? দেশে গনতন্ত্র, স্বৈরতন্ত্র বা বাকশাল আসলেই বা আমার কি.... আমি আছি মহাসুখে.....খাই দাই ঘুমাই....তবে মাঝে মাঝে আওয়ামীলীগ সরকারের কাজ গলিকে তীব্র নিন্দা করি, ধীক্কার দেই.....এর বেশী এক চুলও কিছু করি না....কারণ সরকার দুর্নীতি, নির্যাতন, গুলি করে অমানুষ হত্যা, বিরোধী দল দমন করলেই কি আর না করলেই কি আমার কিছু যায় আসে না..... আমি সামান্য একজন মানুষ কিবা শক্তি আছে আমার.... আমিতো বুঝি আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে কিছু বললেই গ্রেফতার হয়ে জেলে যেতে পারি.....সরকার যা খুশি তাই করুক, শাহবাগ নিয়ে নাচুক না হেফাজতে ইসলাম নিয়ে নাচুক আমার কি..... আওয়ামীলীগ সরকারের মন্ত্রী গুলি অনেক বুদ্ধিমান এবং চিন্তাশীল তারা মুখ খিচিয়ে যা বলে তাই করে দেখায়, তা দেখে আমি ভয় পাই....ওরা আমার প্রতিবাদের সাহস কেড়ে নিয়েছে.... তবে আমাকে দয়া করে দেওয়া একমাত্র ভোট দানের গনতন্ত্র পাচঁ বছর পরপর দিয়ে থাকি, এটাই বা কম কিসের। যাই হোক আওয়ামীলীগ সরকারের যে কাজ গুলি নিয়ে আমি চিন্তিত নই বা বিচলিত নই..... ... সুরঞ্জিতের বস্তা ভর্তি টাকা ... কুইক রেন্টাল দুর্নীতি ... গ্রামীন ব্যাংক কেলেঙ্কারী ... জ্বালানি খাতের দুর্নীতি ... পদ্মা সেতু দুর্নীতি ... এমপি শাওনের হাতে ইব্রাহীম হত্যাকান্ড ... ডেস্টিনির অর্থ দুর্নীতি ... শেয়ার বাজার দুর্নীতি ... নাটোরে ক্যামেরার সামনে চেয়ারম্যান সানাউল্লাহ বাবুর হত্যা ... হলমার্ক দুর্নীতি ... বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ... পিলখানা হত্যাকাণ্ড ... সীমান্ত হত্যাকাণ্ডে নীরবতা ... ইডেন কলেজে ছাত্রলীগের জোরপূর্বক দেহব্যবসা ... সাগর-রুনি হত্যাকাণ্ড ... ছাত্রলীগের প্রশ্রয়ে দেশব্যাপী ইভটিজিং ... চৌধুরী আলম ও ইলিয়াস আলী গুম ... বিশ্বজিৎ হত্যাকাণ্ড ... ছাত্রলীগ থেকে পুলিশে গোপন নিয়োগ ... বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা ... দ্রব্যমূল্যের উর্ধগতি ... আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি ... গ্যাস- বিদ্যুৎ- পানি সংকট ... টিপাইমুখ বাঁধ ... পুলিশি হামলায় একাধিক দফায় শিক্ষক হত্যা ... ছাত্রলীগের ভর্তি-টেন্ডার-দখল-চাপাতি বাণিজ্য ... স্কাইপ স্কান্ডেল ... শৃংখলা রক্ষার নামে দেশব্যাপী গণহত্যা .... দৈনিক ‘আমার দেশ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার .... বিএনপি'র শীর্ষ নেতাদের গ্রেফতার করে কারাগারে প্রেরণ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.