আমাদের কথা খুঁজে নিন

   

স্ট্যাটাসে স্ট্যাটাসে মাদার্স ডে উদযাপন(!) এবং 'দায়িত্বশীল' মিস্টার এক্সদের সোশ্যাল স্ট্যাটাস

'বাস্তবতা' বিষয়ে পি.এইচ.ডি করতে চাই... মিস্টার এক্স একজন তরুণ ব্যবসায়ী । বিরাট এক দালানে তার বসবাস। সে একজন সফল পেইজ এডমিন । বিশাল বিশাল বাংলা পেইজের সম্ভার রয়েছে ফেসবুকে । তার মধ্যে অন্যতম হলো মিস্টার এক্সের ১৮+ পেইজটি ।

মিস্টার এক্স প্রতিদিন গড়ে কমপক্ষে ১০/১২ টি স্ট্যাটাস দেয় । প্রত্যেকটিতে লাইকের জোয়ার বয়ে যায় । "মাম্মা জোস হইছে" , "কঠিন হইছে" ইত্যাদি ইত্যাদি কমেন্টে ভরে যায় পোস্টগুলো । মিস্টার এক্স খুশি হয় । মিটিমিটি হাসে ।

বিশেষ বিশেষ দিনগুলোতে ফেসবুকে হৈচৈ পড়ে যায় । সবাই বিশেষ বিশেষ স্ট্যাটাস দেয় । এমনকি '১৮+' পেইজগুলোও তাদের গণ্ডী থেকে বেরিয়ে আসে ! মা দিবস এসে গেছে । 'বিশেষ' স্ট্যাটাস শেয়ার করতে হবে ! মিস্টার এক্স ভাবতে লাগলো কী করা যায় !কী স্ট্যাটাস দিলে সর্বাধিক লাইক আসতে পারে ! ভাবতে ভাবতে সে গুগলসার্চ করলো । পেয়ে গেলো তার 'কাঙ্খিত বস্তু' ।

এরপর সেগুলো পাঁচমেশালির মত মিশিয়ে কতগুলো বিখ্যাত উক্তি জোড়াতালি দিয়ে তার পেইজের জন্য একটা দুর্দান্ত স্ট্যাটাস তৈরি করে ফেললো । শেষে জুড়ে দিলো — "লাইক দিয়ে মায়ের প্রতি ভালবাসা জানান "(!!) (মিস্টার এক্সের ইগো আবার ভয়ানক উন্নত প্রকৃতির । সে পাঁচমেশালির রেসিপিটা ভালমতই রপ্ত করেছে । কিন্তু কখনোই ডায়রেক্ট কপি পেস্ট করে নাই !) ঠিক বারোটা এক মিনিটে সেই পাঁচমেশালি স্ট্যাটাসটা পোস্ট হলো । লাইকাররা লাইক দিতে দিতে হাতের চামড়া ক্ষয় করে ফেললো ।

কমেন্টারদের কমেন্টে কমেন্টে আবেগের রক্ত ঝরলো । মিস্টার এক্স বিজয়ের হাসি হাসলেন । এবারকার স্ট্যাটাসটা যথেষ্ট সমাদৃত হয়েছে । বোধহয় বিগত লাইকসংখ্যার রেকর্ডটাই ভেঙেই যাবে ! .... ... .. . পেইজের এডমিন অর্থাত্‍ মিস্টার এক্স কি তার মাকে খুব ভালবাসে? মায়ের প্রতি খুব দায়িত্বশীল ? পুরোটা জেনে নেয়া যাক । মিস্টার এক্সের বিধবা মা ।

তিনি দেশের বাড়িতে থাকেন । ছোট্ট একটা দোচালা ঘরে একা একা থাকেন । তার ছেলে ব্যবসা নিয়ে পড়ে থাকে । সচরাচর মায়ের খোঁজ নেয় না । প্রতিমাসে মাকে ১০০০ টাকা পাঠিয়ে তার 'দায়িত্ব পালন' করে ।

তা দিয়ে কোনরকম দিন চলে বিধবা মায়ের । ছেলে শহরে বিরাট দালানে ফুর্তি করে আর বিধবা মা'টি মানবেতর জীবন যাপন করে । এমন অবস্থায় নীরবে চোখের জল ফেলা ছাড়া কিছু করার থাকে না বিধবা মায়ের । এই হলো মিস্টার এক্সের মায়ের প্রতি 'ভালবাসা' আর 'দায়িত্ববোধ' । .... সমাজে অনেক মিস্টার এক্স বাস করে ।

একটু ভালমত আশেপাশে তাকালে আমরা প্রায়ই এদের দেখতে পাই । এরা ফেসবুকে মাদার্স ডে উদযাপন করে । "লাভ ইয়্যু মা ....." পোস্ট দিয়ে সোশ্যাল স্ট্যাটাস রক্ষা করে । ওদিকে প্যাস্ট্রিজ হ্যাম্পার হবার ভয়ে তাদের 'আনকালচার্ড্' মাকে নিজেদের কাছে এনে রাখতে অস্বীকৃতি জানায় । হ্যাঁ ,মানলাম আপনি আপনার মাকে সত্যিকার অর্থেই ভালবাসেন ।

এই কথাটা আপনি স্ট্যাটাস দিয়ে প্রকাশ করতেই পারেন । আমি আপনার ভালবাসাকে ছোট করে দেখছি না কিংবা এ নিয়ে মোটেও প্রশ্ন তুলছি না । কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ,যারা সচরাচর ফেসবুকে আসেন না ,তারাও এইদিন ফেসবুক ভ্রমণে বের হন, এরপর মাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়ে যান । যেন এটা একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে !এখানে অবশ্যই লোক দেখানো একটা মনোভাব রয়েছে । আমি স্ট্যাটাস দিয়েছি ,আমিই তো মাকে ভালবাসি ।

অমুক ব্যক্তি স্ট্যাটাস দেয়নাই ,তাই সে মাকে কম ভালবাসে কিংবা ভালবাসে না -এমন ভাবাটা অবান্তর । মায়ের প্রতি ভালবাসা অনন্ত অসীম । কোন স্ট্যাটাসের জোরে সেই ভালবাসা মাপা যায় না । কোন লাইকের বিনিময়েও সেই ভালবাসা প্রকাশ করা যায় না । স্ট্যাটাস দেয়াটা তাই আবশ্যক হতে পারে না ।

স্ট্যাটাস দেয়া আর দায়িত্ব পালন কখনোই এক জিনিস নয় । এই ভালবাসা চিরন্তন । কোন একটা বিশেষ দিনের জন্যও এটি নয় । মা দিবস যদি পালন করতেই হয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিনই পালিত হোক । আর সবশেষে বলবো ,সমাজের মিস্টার এক্সরা তাদের তথাকথিত সোশ্যাল স্ট্যাটাস সমেত নিপাত যাক ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.