আমাদের কথা খুঁজে নিন

   

কানাডা: হাসের বাচ্চা বাঁচাতে পুলিশ কল!

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ মানুষের কাছে প্রতিটি জীবনই মূল্যবান। জানোয়ারের কাছে সব জীবনই তুচ্ছ। হোকনা সে শেখ মুজিব বা মহাত্মা গান্ধীর জীবন। গতরাতে সিটিভির এগারোটার সংবাদে দেথলাম: একটি মা হাস তার ৬/৭টি শিশু বাচ্চা নিয়ে শহরের বাইরের একটি বড়ো রাস্তা পাড় হতে গিয়ে ম্যনহোলের ভাঙ্গা ক্ষুদ্র একটি ছিদ্র দিয়ে ৮/৯ ফূট নীচে পরে যায়। তা দেখে কোন এক সহৃদয় ব্যক্তি ৯১১ কল করে।

পুলিশ এসে হাসের বাচ্চাগুলোকে জীবিত উদ্ধার করে। সংবাদ পাঠিকা লীসা লাফলামের মুখে নির্মল খুশীর হাসি। কারন হাসের বাচ্চাগুলো বেঁচে আছে! কয়েকমাস আগে দেখেছিলাম, একটি পাখি পথ ভুলে এমেরিকা থেকে কানাডা চলে এসেছিলো। সেটি ফেরত দিতে একজন কানাডা থেকে এমেরিকা গিয়েছিলেন! গত বছর টিভির খবরেই দেখেছিলাম, একটি হরিণ বরফের উপর দিয়ে দৌঁড়াতে গিয়ে ডুবে যায়। এয়ার এ্যাম্বুলেন্স এসে সেটিকে উদ্ধার করে।

আর আমরা মানুষের জন্যও কিছূ করতে পারিনা!! এখানে পুলিশ বন্ধু ওখানে পুলিশ জমদূত। অপরাধ ঘটবেই। এখানে পুলিশ অপরাধীকে ধরে কোর্টে সোপর্দ করে ওখানে পুলিশ নিজেই অপরাধী! এখানে মানুষ মানুষকে ভালোবাসে, জীবজন্তুকেও ওখানে মানুষ (?) টাকা আর ক্ষমতাকে ভালোবাসে। কানাডাতে যখন দিন বাংলাদেশে তখন রাত, তাই হয়তো সবই উল্টো!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।