আমাদের কথা খুঁজে নিন

   

ভন্ড সামু

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়। দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি। রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন। সামুর ভন্ডামি সামুর কিছু বিষয় আমাকে মাঝে মধ্যেই অবাক লাগে। সামুর মডারেটরা ব্লোগের পরিবেশ সুন্দর রাখার জন্যে এতো কিছু করে,অথচ এখানে অবাদে গালাগালি করা হয়,যা সভ্য মানুষের দ্বার সম্ভব নয়,এগুলো দেখলে মনে হয় গালাগালিও বাকস্বাধীনতার অন্তরভুক্ত।

কয়েক ধাপে পর্যবেক্ষন করে। শুধু সামুকে দোষ দেব না,গুটি কয়েক ব্লোগ বা ফোরাম ছাড়া বেশীর ভাগ ব্লোগুলোরই বেহাল দশা। সব স্থানে তো আর ওপেন id এ্যালাউ নেই,আর সেকারনেই প্রত্যেক ব্লোগগুলোতে একটা দুইটা করে এ্যাকাউন্ট খুলি সাধারনত কমেন্ট করার জন্যে। মডুদের মধ্যে সচ্ছতা এবং মডুদের উদ্দেশ্য থাকলে যেকোন ব্লোগের পরিবেশ সুন্দর রাখা যায়। সামুসহ বেশীরভাগ বাংলা ব্লোগিং সাইটগুলোতে যে নীতিমালা দেয়া থাকে,তা সঠিকভাবে মানা হয় গুটিকয়েক ফোরামে,তাছাড়া বেশীরভাগগুলোতে মানা হয় না।

এখানে তো মডুরাই তো গালাগালি করে,আর তারাই পরিবেশ নিয়ে এতো কিচ্ছা কাহেনী করে। নিজের স্বৈরমনা হয়ে মুক্তমনার দাবী করে,মডুদের সেন্স অব হিউমার দেখে অবাক হতে হয়। যেকোন স্থানের পরিবেশ সুন্দর রাখতে সেখানকার সবারই সহযোগিতার প্রয়োজন,আর পরিবেশ নষ্ট করতে এবং অশান্তির জন্যে কতিপয় মানুষই যথেষ্ট। সামুর মডুদের মধ্যে কেউ কেউ এবং মডুদের প্রশ্রয়ে সামু পরিবেশের বেহাল দশা। ঐ একই ব্যাক্তিরা আবার অন্যসব ব্লোগগুলোর পরিবেশও নষ্ট করে যাচ্ছে।

এরা আসলে সুশীল নয় এরা আসলে ফেক-সুশীল,ভাব দেখে মনে হয় যেন,এরা দেশপ্রেম জাহির করে। অল্প কিছু ফোরামে এসব নীতিমালা কঠোরভাবে মানা হয়,তাছাড় বেশীরভাগুলোতেই এগুলো মানা হয় না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।