আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতিবিদ এর উপর কিভাবে ভরসা করতে পারি পরামর্শ চাই।

আলোকের ঝর্ণায় এসো করি স্নাণ কপট ভণ্ডেরা বারবার রাজনীতির মুখোশ পরে আমাদের পবিত্র বিশ্বাস কে দর্শিত করেছে। চুন খেয়ে মুখ পুরেছি তাই দই .। .। । তারপরও আমাদের কাওকে না কাওকে একজন নব্য রাজনীতিতে আসার জন্য এলাকায় প্রচার চালাচ্চে ভরসা করা যায় কি।

কেন? তার প্রচারনায় আমরা কিছুটা যেন অন্য রকম কিছু দেখছি যেমন তার কিছু প্যানা সাইন ১। ( আসুন হাতে হাত রাখি বদলে দেই আমাদের রাজনৈ্তিক সংস্কৃতি ) ২। ( সত্য, শালীন , বিনয় , শ্রদ্বা, স্নেহ , শব্দ গুলো চর্চা এবং চিত্তে ধারন করি) ৩। ( স্বজন প্রীতি দুর্নীতির মূল কারণ । আসুন যোগ্যতার কদর করি) এখন পর্যন্ত দেখে মনে হয় পরিশ্রমী এবং সদালাপী .।

.। . আপনাদের কি মনে হয় । সে কি অন্য দের চেয়ে আলাদা হতে পাড়ে? পরামর্শ দিলে ভাল লাগবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।