আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিক দের সাথে যারা যুদ্ধ করতে চান তাদের বলছি

সিরাতুল মুস্তাকিম চাই, সে সমস্ত লোকের পথ, যাদেরকে আল্লাহ নেয়ামত দান করেছেন, তাদের পথ নয়, যাদের প্রতি আল্লাহের গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে **** দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্য-বাধকতা নেই। নিঃসন্দেহে হেদায়াত গোমরাহী থেকে পৃথক হয়েগেছে ভাই আসসালামুয়ালাইকুম, আপনা কে কিছু প্রশ্ন করতে চাই, আপনি আবার মনে করবেন না যে আমি ওদের দলে, কিন্তু আমি ওদের বিশাল বড় ফান, কারন ১ , আমার মনে হয় ওরা আমাদের চাইতে বেশি পরালেখা করে যা মুসলিম হিসাবে আসলে আমাদের করা উচিত, কারন ২, আমার মনে হয় ওরা মানুষ এবং মানবিকতা এবং সমাজ নিয়া বেশি ভাবে যা মুসলিম হিসাবে আমাদের বেশি করা উচিত। ওদের বারাবারি শুধুই তখন যখন ওরা আল্লাহর প্রশ্নে বারাবারি করে। আর আমার মনে হয় রাসূল (সাঃ) এর জীবন নিয়া তারা কখনই বারাবারি করত না যদি আমরা মুসলিম রা তার সুন্নাহ প্রকৃতই মেনে চলতাম। এখন আমার প্রশ্ন ঃ ১।

আপনি কি ভাবে একজন মানুষ কে আল্লাহর অস্তিত্ত বোঝাবেন বা প্রমান করে দেখাবেন যে আল্লাহর অস্তিত্ত বুঝতে চায় না? ২। কি ভাবে বোঝাবেন যে যুগে যুগে নবি রাসূল গন আসেছিলেন ? ৩। কি ভাবে ফেরেস্তা দের অস্তিত্ত প্রমান করবেন ? ৪। কি ভাবে মৃত্যুর পরের জীবন, কেয়ামত, বেহেস্ত-দজখ এর অস্তিত্ত বোঝাবেন যে বুঝতে চায় না তাকে ? ৫। কি ভাবে বোঝাবেন তকদির টা কি ? ৬।

কি লাভ প্রমান করে তাদের কাছে যে আল কুরান আল্লাহের বানি যে আল্লাহতেই বিশ্বাস করেনা ? ইসলাম এর প্রথম যুগে এবং এখন বেশির ভাগ মানুষ ইসলাম গ্রহন করে ভাল মুসলিম দের দেখে এবং এই ধর্মের ভাল দিক গুল দেখে ( এটা আমার বেক্তিগত মতামত) ওদের সাথে যুদ্ধে আমি আপনার সাথে আছি। কিন্তু আপনি আমার প্রশ্ন গুলোর উত্তর দেন । আর যদি তা না পারেন তবে, চেষ্টা করুন, ভাল থেকে ভাল মুসলমান হতে, চেষ্টা করুন অনেক অনেক পড়া লেখা করতে ইসলাম এ যা ফরয, এবং নিজ জিবনে সুন্নাহ এর প্রতিফলন আনতে, এবং বেশি বেশি কুরান পড়ুন। And never for get false hood by its nature bound to parish so দুঃখ করবেন না, মনে রাখবেন এরা ১ ধরনের শয়তানের লাঠি, ওদের উপর রাগ কইরা গালাগালি কইরা তো শোয়তান কে বার বার জিতাইয়া দিতেছেন, নাস্তিক দের বোঝার চেষ্টা করেন, ওদের উপর রাগ করবেন না , ওরা যে আজ নাস্তিক এই টা তে ওদের দোষ কম, পুরা সমাজ ব্যাবস্থার দোষ বেশি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.