আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিক হতে চাই... নাস্তিক-আস্তিক ভাইয়েরা একটু হেল্পান..।

মাঝে মাঝে...জীবনটাকে অন্যভাবে দেখতে চাই...

আমার ২টাই প্রশ্ন। পৃথিবী, মানুষ এগুলো কি করে সৃষ্টি হল? ধ্বংসের পরে এগুলো কোথায় যায়/যাবে? আস্তিক ভাইদের ব্যাখ্যা আমি জানি। কিন্তু নাস্তিক ভাইয়েরা কি বলেন? যদিও ব্লগে সব নাস্তিক ভাইদের কথা বার্তা শুনে বুঝি যে উনারা যতটা না নাস্তিক তার থেকে অনেক বেশি এন্টি মুসলিম। উনারা খালি মুসলিমদেরই খোচান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের সম্পর্কে তেমন কিছু বলেন না। অনেকের লেখা দেখেছি...যেমন: প্রভাষক ভাই।

উনার লেখা দেখে বোঝা যায়, উনি নাস্তিক। আর নাস্তিকতার কারন হল উনার ইসলাম সম্পর্কে অনেক প্রশ্ন?যার অনেক উত্তর উনার মন মত না কিংবা উত্তর খুজে পান নাই। এরকম হলে তো হবে না। আপনি যদি নাস্তিক হন, আপনার বিশ্বাসের ভিত্তি থাকতে হবে। যুক্তিসম্পন্ন ব্যাখ্যা থাকতে হবে।

আপনার কোন প্রশ্নের উত্তর না মিললেই আস্তিকতা ভুয়া এইটা ভাবা লজিকাল না। নাস্তিক-আস্তিক যেইটাই হোক, বিশ্বাসের ভিত্তি, যুক্তিগুলো আবেগের থেকে সায়েন্টিফিক হতে হবে। আস্তিকেরা ভুল এইটা প্রমান করলেই প্রমান হয় না যে নাস্তিকেরা ঠিক। আমি নাস্তিক হওয়ার জন্য সেই ভিত্তিটাকে খুজতেছি। নাহলে বিশ্বাসে মিলায় বস্তু এর মত আস্তিকতাকে মেনে নিতে হবে।

কারন ওদের তো সব কিছুর সমাধান সৃস্টিকর্তা বলে একজন আছেন। প্লিজ ভাইয়েরা লজিকাল যুক্তি দিয়েন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.