আমাদের কথা খুঁজে নিন

   

আমি হিমু হতে চাইনা

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন আমি হিমু হতে চাইনা; যদিও হিমুর সাথে আমার অনেক মিল । *হিমুর মতোই আমার উড়নচণ্ডী স্বভাব, যখন যা ইচ্ছে তাই করি । রাত-বিরাতে হাঁটাহাঁটির অভ্যাস, রাত জেগে বসে থাকা,বৃষ্টিতে ভিজে ঠাণ্ডা লাগানো, গলা ছেড়ে গান গাওয়া- এসব আর নতুন কি? অনিয়ম, উদাসীনতা আমার নিত্য সহচর । *হিমুর মতোই আমার প্রেমেও অনেকে পড়ে; প্রকৃতি ও প্রকৃতির সন্তানেরা কেউই বাকি থাকেনা । মাঝে মাঝেই হারিয়ে যেতে পছন্দ করি ।

কিন্তু অধিকাংশ সময়েই পারিনা । *হিমুর মতো সবকিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে "নো টেনশন" ভাব নিয়ে ঘুরে বেরাতে ভালো লাগে, করিও তাই । পরীক্ষার দুই দিন আগেও আমার উদাসীনতা আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরানো- চোখে পড়ার মতো । *অনেকসময়েই আমি যা বলি কাকতালিয়ভাবে তাই হয় । হুমায়ুন আহমেদের কাল্পনিক হিমুরও এই গুনটি আছে ।

*"আমি তোমায় ভালবাসি"- হিমুদের মুখে এই কথা মানায় না । কারণ, হিমুরা কোন ধরনের রিলেশনে জড়ায় না । কারো প্রতি মন বসানোটাই হিমুদের জন্য বোকামি । ...তবু আমি হিমু হতে চাইনা । হিমুরা শুধু দিয়েই যায়, কিছুই পায়না ।

আমি হিমু হতে চাইনা । আমি আমার প্যান্টে পকেট রাখতে চাই এবং সেই পকেটে অনেক অনেক টাকা দেখতে চাই । আমি জুতা পড়ে রাস্তায় হাঁটতে চাই । আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে চাই । আমি কিছুটা বাধ্য ছেলে হয়ে কাছের মানুষ নিয়ে সুখে থাকতে চাই ।

আমি "রুপা" কিংবা "অথৈ"-দের মতো অনন্য সুন্দরির ভালোবাসা পেতে চাই এবং পালিয়ে বেরাতে চাইনা বরং ভালবাসার প্রতিদান দিতে চাই । আমি আমার হলুদ পাঞ্জাবিটা পুরিয়ে ফেলতে চাই । আমি... আসলে কি চাই??!! যা চাই, তাই কি পাই??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।