আমাদের কথা খুঁজে নিন

   

হিমু



বাচ্চাদের বই হিসেবে তাঁর লেখা পড়ি "বোতল ভুত"। প্রথম দেখায় প্রেমের মত, প্রথম পড়ায় ভক্ত। নীল হাতি,ভূত ভূতং, ঝ্যাং এর বাচ্চা-র হাত ধরে এক সময় এল "চলে যায় বসন্তের দিন"। কৈশোর থেকে তারুণ্য। "জোকারি" গালি,উচ্ছৃংখলতা,নিয়ম ভাংগা, এমন কী মাঝে মাঝে "ইএসপি"র ট্রাই মারা য়েন "মহামানব" হিমু হয়ে ওঠা।

ঠিক পরমুহূর্তে, মধ্যরাতের বাথরুমে পানির শব্দে চমকে উঠে সব ভূত-প্রেত কে ডেকে আনা। প্রথম সূ্র্যে আবার ভয়ের কারণ ধরে চেচিয়ে ওঠা "হ্যা, আমিই তো মিসির আলি"। হাজার পাপ শেষে চশমা র মোটা কাচ ঘষে আয়না য় তাকিয়ে তাই বলি "এই শুভ্র, এই!"। দিন শেষে তাই বিভ্রান্ত!.....কে কাকে অনুকরণ করছে?...বড় লাকি মানুষ আপনি। স্রষ্টা ও সৃষ্টি একই সাথে এত দূর আসে না।

একই সাথে কদম হাতে বৃষ্টি ঝরায় না। জানেন, এখনো আমি জোৎস্নার খবর রাখি। আমার রূপা কে স্বপ্ন দেখাই জোৎস্নাহত সমুদ্রতটের। রুপা বলে "হলুদে" বড় মানায় আমায়। একটা বই লিখবেন, "হিমুর চোখে জল"।

কিন্তু হিমুর যে কাঁদতে নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।