আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাচেলরদের জন্য অবশ্য পাঠ্য........ ইহা কে সেম্পল ধরে আপনিও রচনা করতে পারেন আপনার প্রেমিকার কাছে আস্ত একটা চিঠি !!!!

জাহাজ মাস্তুলে বসা কালো কাক ঝড়ের পূর্বাবাস আমি ধ্বংস ভালোবাসি প্রিয় কুশুম তোমারে ভালোবাসি...... সকাল-বিকাল-রাত্রিতে তোমার আলতো অশরীরী ছোঁয়া আমাকে যখন ছুঁয়ে দিয়ে যায় তখন আমি হই বিমোহিত... এক পলক তুমি আরাল হলে , আমার অস্তিত্ব আমার স্বত্তা আমার বেচে থাকার প্রেরনা সংকটাপন্ন হয়ে যায়... যতবার তোমাকে দেখি ততবারই এক কঠিন অন্তরাল থেকে আমার সামনে এসে আমার অদ্ভুতুরে চোখের দিকে তাকিয়ে তুমিও কি বিমোহিত হও... জানতে ইচ্ছে করে...... বড় জানতে ইচ্ছে করে.. কুশুম তোমার কি মনে আছে আমার সাথে তোমার প্রথম পরিচয় ?? পরিচয় ঠিক বলব না প্রনয়ই বলা যায় । পরিচয়তো তোমার সাথে আমার জন্ম জন্মান্তরের । সদ্যই আমি বাড়ি ছেড়ে অভাগার মতন এই শহরে এসে হাবু ডুবু খাচ্ছি । কি করব , কোথায় যাবো কিছুই যখন বুঝতে পারছিলাম না তখন তুমি এলে আমার জীবনে তপ্ত মরুভূমিতে বৃষ্টির মতন । তারপর থেকে সকাল দুপুর সন্ধ্যা সব সময় তুমি ছায়াদায়িনী হয়ে আমার পাশেছিলে ।

কত মানুষের সাথে পরিচয় হলো ,আবার সময়ের আবর্তে কত মানুষ দূরে চলে গেল তার কি কোন ইয়াত্তা আছে ? কত ব্যথা বেদনার নিরব সাক্ষী তুমি !! তোমাকে কত জ্বালাতন করেছি !! কই তুমিতো আমাকে ছেড়ে যাও নি । কখনো অভিযোগও করনি । তোমাকে এই ভাবে কথনোই বলা হয়নি ভালোবাসি । যতবারইই বলতে গিয়েছি তোমাকে দেখে মুখফুটে আর বলা হয়নি ভালোবাসি । যতই অপ্রকাশিত হউক আমার ভালোবাসা তোমার প্রতি সমুদ্র গভীর ।

কুশুম তুমি আমাকে ভালোবাসোতো ??? আমার জ্বালাতন গুলো মনে রেখে তোমার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করো না । তাহলে এই পৃথীবিতে আমার বেচে থাকা অর্থহীন হয়ে যাবে । সময় আর অপ্রাসংগিকতা আমাদের মাঝে দূরত্ব হয়ে আসলেও আমাদের ভালোবাসা হবে অক্ষয় , অমর । যদি কখন ভুলে যেতে বল তবে মনে রাখবে পৃথিবীকেও আমি ভুলে যাব তোমারে ছাড়া আমার পৃথিবী শূন্য শূন্য কেবলই শূন্য... ইতি তোমার ...... , , , , , , , তবে যেই হারে ডিমের দাম বাড়তেছে মনে হয় না আর বেশী দিন তোমার সাথে দেখা হবে .... তাই ভেবো না তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দু কমে গেছে , যখনইই তোমার সাথে দেখা হবে তোমাকে জড়িয়ে ধরবো , আদর করবো , চুমু খাব , কথা দিলাম ...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.