আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাচেলরদের জন্য কুমার বিশ্বজিতে'র আদর্শ গান

কেএসআমীন ব্লগ

বিশেষ করে ছ্যাকাখাওয়াদের জন্য এই গানটি আদর্শ। এরকম আর কোন গান আছে কিনা আমার জানা নেই। যদি কারও জানা থাকে, জানালে খুশী হবো। আলমডাঙার কলেজ পড়ুয়া সোহেল যখন জানাল তার 'পরী' কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার ও পরবর্তীতে নিজেকে শেষ করে দেয়ার, তখন তাকে আমি এই গানটি শোনার পরামর্শ দিয়েছিলাম। চমৎকার কাজ দিয়েছিল।

দারুন উদ্দীপনামূলক গান বটে। বারবার শুনতে হচ্ছে করে। আমি নির্বাসনে যাব না মাথা ভরা জটা চুলে মুনি-ঋষি হবো না, আমি তুমি ছাড়া বাঁচতে পারি তুমি ছাড়া হাসতে পারি পারি আমি পাল্টে দিতে তোমার মিছে ধারনা। পাগল হয়ে পাগলাগারদ ধরে কভু কাঁদব না, দাঁড়ি গোফে মুখটা ঢেকে দেবুবাবু সাজব না, আমি ভালবাসার মূল্য জানি, ভালবেসে মরতে জানি, মন থেকে মুছতে জানি তোমার মত ললনা। গভীর রাতে স্বপ্ন দেখে দুঃখ পেয়ে কাঁদব না, কবি হয়ে কাব্য লিখে তোমায় নিয়ে ভাবব না, আমি মনের মানুষ ঠিকই চিনি, বুকের মাঝে টানতে জানি, আস্তাকুড়ে ফেলতে জানি তোমার দেয়া ছলনা ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.