আমাদের কথা খুঁজে নিন

   

আগোছালো চিন্তা

আগোছালো চিন্তা context: বাস্তবতা চিন্তাসূত্র: ফেসবুক কমেন্ট (ভবিষ্যতে এ দেশে ডাক্তারি পরীক্ষা শুধুমাত্র MCQ সর্বস্ব থাকবে না, মনস্তত্বও সমানভাবে গুরুত্ব পাবে। ডাক্তার ও রোগীদের মাঝে বিদ্যমান দূরত্ব কমাতে অনতিবিলম্বে এ উদ্যোগ নেয়া উচিত। ) মেডিকেল এ ভর্তি পরীক্ষা দিতে আসা দের মনস্তত্ত্ব পরীক্ষায় লাভ হবে না। doctor-patient relationship এর এখনকার ভয়াবহ অবস্থার দায় ভর্তি হতে আসা ছেলেমেয়েদের না। এ দায় সিস্টেম আর অপরাজনিতির।

সমাজের সব লেভেল এর চক্রবৃদ্ধি হারে বেড়ে উঠতে থাকা দুর্নীতির আর আইন শৃঙ্খলার অবনতি। মনস্তত্ত্ব বিদ যদি দেখাতেই হয় তবে শীর্ষ পর্যায় থেকেই শুরু করা উচিত। বেশির ভাগ ক্ষেত্রেই ৩৫-৪০ বছরের আগ পর্যন্ত একজন ডাক্তার এর আয় নির্দিষ্ট। একজন ইঞ্জিনিয়ার চাকরি জোগাতেই হিমসিম খায় অনেক সময়। অন্যান্য সাবজেক্ট এ যারা পরেন তাদের সিংহভাগ ও রোজগারের জন্য কম কষ্ট করেন না।

তার পরও নির্দিষ্ট আয়ের মানুষের নুন আনতে পান্তা ফুরায়। মৌলিক চাহিদার প্রথম তিনটির নিশ্চয়তা না পেলে ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার, সরকারি অফিসার বা বেসরকারি, কর্মকর্তা বা কর্মচারী কাউকে নীতি কথা শুনায়ে লাভ নাই, তা সে মনস্তত্ত্ব বিদের সাইকো থেরাপিই হোক বা সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তি অথবা রাষ্ট্র প্রধানের বানী বা আহব্বায়নই হোক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।