আমাদের কথা খুঁজে নিন

   

কান্না ভেজা আকাশ আমারো ভালো লাগে না

....ভালো ভাবে বাঁচতে ভালোবাসি.......... রজনীগন্ধা আমার ভালো লাগে, সন্ধ্যা-মালতী বা জুঁই হলেও চলে, আচ্ছা যাও, গোলাপই দাও; কিন্তু চারিদিকে আজ টায়ার পোড়ার গন্ধ, আজ তোমার সাথে রিকশা চেপে; শহর ঘোরা বন্ধ। সমুদ্র ভালো লাগে, ঢেউ ভালো লাগে কিন্তু সেটা তোমার আমার চোখে না, রক্তের লালও ভালো লাগে, না রমণী, তোমার ধমনী বেয়ে নয়; সেটা সবুজ জমিনে পতাকার বুকে। কান্না ভেজা আকাশ ভালো লাগে না, বৃষ্টি ভালো লাগে, ঝুম বৃষ্টি; যে বৃষ্টি দুঃখ মুছে, হতাশা মুছে, আর অবারিত ফসল ফলায়। কিন্তু গুমোট আকাশ, বদ্ধ বাতাস আর মৃত ফুলের শহরে কবিতারা জন্মায় না। আর তাই, তোমার আদ্র ভরাট চুম্বন, পিপাসা বাড়িয়ে দেয় শুধু, কমায় না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.