আমাদের কথা খুঁজে নিন

   

সাগরের যত জল আছে (হামদ)

সাহিত্য লেখক সাগরের যত জল আছে আকাশের আছে নীল, পাহাড়ের গায় যত শীলা আছে নদী নালা খাল বিল । সব খানে আমি দেখেছি তোমায় দেখেছি বিশ্বময়। আমার এ মন প্রতি ক্ষণে ক্ষণ তোমাতে হারাতে চায়। । তোমার দয়ার অমৃত ধারায় আমার জীবন ভাষিয়া বেড়ায় আমার মতন যত পথ হারা খুঁজিয়া বেড়ায় পথে পথে তারা, সকল দুয়ার বন্ধ করিয়া অন্তর গৃহে দেখিতে পায় ।

। লক্ষ কোটি যোজন ভরিয়া নাচিছে সাগর তোমাকে ঘিরিয়া। কাঁদিছে আকাশ তোমাকে না পেয়ে কোন আসীমের কোন পথ বেয়ে। তোমার নামের মধুর বাঁশরি বাজিছে দখিনা বায় । ।

। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।