আমাদের কথা খুঁজে নিন

   

সাগরের পাড়ে।

http://www.paybox.me/r/rihan

আমার কিছুই মনে নেই, বিস্তীর্ণ জনপদ কিংবা বালুময় চরাঞ্চল, কেবল মনে আছে-আমি শুয়েছিলাম নীল সাগরের তীরে, নিজের দেহখানি এলিয়ে দিয়ে, সাথে মনটাও, ফুলে ফেঁপে উঠা ঢেউগুলো আমায় অভ্যর্থনা দিচ্ছিলো সাগরীয় স্লোগানে, এক এক করে অথবা ছোট ছোট দল করে, তারা চলে যাচ্ছিলো আবার ফিরে আসছিলো, নতুন রুপে জন্ম নিয়ে সেখান থেকে, যেথায় আকাশের গা বেয়ে ঝরে পড়ছিলো অসীম নীল, অসীম সাগরের অথৈ জলরাশির বুক জুড়ে। আমার কিছুই মনে নেই, সময়ের বয়ে চলা কিংবা লোকালয়ের কোলাহল, কেবল মনে আছে-পরক্রমাশীল সূর্যটা কিভাবে তার সকল শৌর্য্য বিসর্জন দিয়ে নিজেকে ভাসিয়ে দিলো নীল জলরাশির প্রেমে, অনন্ত আঁধারে। আমার আর কিছুই মনে নেই, লোকালয়ের নিস্তব্ধতা কিংবা আঁধারের কোলাহল, কেবল মনে আছে- হাট বসেছিলো জ্যোৎস্নার সাগরের বুকে,আর জ্যোৎস্নাক্ষয়ী চাঁদটা কে দেখে মনে হয়েছিলো আমার প্রিয়তমা; এরপর আমার আর কিছুই মনে নেই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।