আমাদের কথা খুঁজে নিন

   

নারী ব্লগারদের আক্রমণের বিরোধীতার পোস্টে সরাসরি নারী ব্লগারকে আক্রমণমূলক কমেন্ট করা এই পায়খানার কীটকে কি করা উচিত?

সবুজ লালের চেতনায়.. ছোটমির্জা বলেছেন: নিজেরে রিপভ্যান উইংকেল মনে হৈতাছে.....মেলা কিছুই জানি না। তবু যা জানি, আরজুপনির মেলা সমস্যা:: ১। সে উদারপন্হী ২। সে দৃঢ়চেতা ৩। সে শিক্ষিত ৪।

সে কারো দ্বারা না নিজের মত চলতে অভ্যস্ত ৫। এই বয়সেও বেশ সুন্দরী। ৬....... যেই মেয়ের এত সমস্যা তার সমস্যা সমাধানে ব্লগারদের মোল্লানুভূতি জাগবে না তা কি হয়? আমরা কি বাংগালীর মান ডোবাব নাকি?? ব্লগ ডে তে খাতা কলম হাতে দৌড়ে দৌড়ে ব্লগারদের মোবাইল নাম্বার সংগ্রহ করা এই ব্লগারকে অনেকেরই মনে থাকার কথা। যার সাথে জিশান, শিপু, আরিফ রায়হান মাহি প্রভৃতি মানসিকভাবে বিকলাঙ্গ ব্লগারদের গলায় গলায় পিরিত। এবং মোবাইল নাম্বারগুলি সংগ্রহ করা হয়েছিলো সিন্ডিকেটের প্রচার, প্রসার ও নারী ব্লগারদের সাথে টাংকি মারার জন্য।

একজন মানুষ(!!) কতটুকু মানসিক ভাবে বিকলাঙ্গ হলে, কতটুকু ছোট মন মানসিকতার অধিকারী হলে, কতুটুকু সিক হইলে এরকম কমেন্ট একজন সহব্লগার সম্পর্কে করতে পারে? বাবুয়া ওরফে জুলভার্ণ নারী ব্লগারকে "বিগত যৌবনা" বলে যদি ব্যান খাইতে পারে। তাহলে এই বাথরুমের সেপটিক ট্যাংকের পোকারে ক্যানো ব্যান করা হবেনা? আপনারাই বিচার করেন এই হারামজাদার কি হওয়া উচিত।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.