আমাদের কথা খুঁজে নিন

   

বিহঙ্গ সঙ্গ....

কিছুনা, এম্নি। কেমন হয় যদি সারাক্ষন আপনার কাছাকাছি কিছু পাখি থাকে। কলকাকলিতে ভরিয়ে রাখে আপনার আশপাশ। ভাবছেন হয়তো আমি আপনাদেরকে পাখি পোষার পরামর্শ দিচ্ছি। দিচ্ছি তবে খাঁচায় বন্ধি করে নয়, মুক্ত পাখি পোষার বা মুক্ত পাখির সান্নিধ্য লাভের একটা উপায়ের কথাই বলছি... আপনি আপনার বারান্দায় বা জানালার গ্রিলের সাথে অথবা ঘরের আশে-পাশে যে কোন নিরাপদ জায়গায় একটি ট্রে ঝুলিয়ে দিন।

ট্রে টা একফালি তক্তা, প্লাইউড বা হার্ডবোর্ড কেটে নিজেই তৈরী করে নিতে পারেন। বাস! হয়ে গেল প্রথম কাজ। এবার প্রতিদিন নিয়ম করে এতে পাখিদের জন্য কিছু খাবার রাখুন। রাখতে পারেন একমুঠো চাল, চালের খুদ, ধান, গম বা যেকোন দানা জাতীয় খাবার। প্রতিদিন একই সময়ে খাবার রাখলে ভাল হয়।

দু'এক দিন অপেক্ষা করুন দেখবেন একটা, দুটো করে আসতে শুরু করেছে আপনার অতিথিবৃন্দ। আসবে চড়াই, আসবে শালিক, আসবে বুলবুলি, ফিঙে, টিয়া, দোয়েল, কবুতর আরও কত কী.. কদিনের মধ্যেই আপনার বাসাটি ভরে উঠবে অসংখ্য পাখির কলকাকলিতে.. আপনি পাবেন অনাবিল আনন্দ। আপনার বাচ্ছারা কিম্বা ছোট ভাই-বোন যারা পাখির পোষার স্বপ্ন লালন করে মনের মাঝে, তারাও এ আনন্দের ভাগীদার হবে। আরও পাবেন কাছ থেকে পাখিদের পর্যবেক্ষণের সূবর্ণ সুযোগ। তবে পাখিদের নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখবেন।

ছোটদের মনে পাখিদের প্রতি ভালবাসা ও মমত্ববোধ জাগিয়ে তুলবেন যেন তারা এদের উপর কোন অত্যাচার না করে। দেখুন না একবার চেষ্টা করে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।