আমাদের কথা খুঁজে নিন

   

বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর . . .

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

বিহঙ্গ- ওরে বিহঙ্গ মোর। হাজার ঝড়ের আর্তনাদ ক্ষয়িষ্ণু ডানায় তোর। পালকে লেগে আছে ধূলি-ভস্ম, বিলুপ্ত সভ্যতার ঘোর। ওরে বিহঙ্গ, বিহঙ্গ মোর। কতো আকাশে মেলেছিস তুই, ওই ধূসর ডানা! কতো রোদ-মেঘ মাখামাখি পালকে চেনা-অচেনা! কতো চন্দ্রভুক অমাবস্যা জেগেছিলি একা মৃতু্যর শিয়রে! কতো মরুরাত্রি পেরিয়ে এসেছিস আজ, এই বিনিদ্র নগরে! বিহঙ্গ- ওরে বিহঙ্গ মোর। একটি ধূসর পালক কি রেখে যাবি তোর? যে পালকের ঘ্রাণে তোরই ডানা বেয়ে আসবে নতুন ভোর। ওরে বিহঙ্গ, বিহঙ্গ মোর। স্মরণ ::: আহমদ ছফা


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।