আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি ভেজা সকাল

খুব সকালে ঘুম থেকে উঠলাম । চোখ মুছতে মুছতে জানালা খুললাম । বাইরের আবহাওয়া খুবই ভালো । নিজেকে প্রস্তুত করলাম কর্মস্থলে যাবার জন্য । আমার চিরদিনের অভ্যাস সকাল বেলা চা খাবার ।

বাইরে বের হয়ে,সামনের দোকানে গিয়ে,চা নিলাম । গরম চা,আর হালকা বাতাস,ভালোই লাগছিল । চা খাওয়া শেষ হতেই না হতে,বাইরের দিকে তাকালাম, মনে হলো পৃথিবীটা যেন কালো কালিতে মেখে গেছে । বুঝতে বাকি রইলো না, এটা বৃষ্টি হবার সংকেত । বৈশাখে এমন হবে এটাই তো নিয়ম ।

যেমনি ভাবা,তেমনি শুরু । ঝুপঝাপ বৃষ্টি শুরু হলো । কিন্তু একটা মজার বেপার ,তখনও গরম ভাবটি একটুও কমে নি । বুঝতে বাকি রইলো না,এটা আর কিছু না,বৈশাখের অশনি সংকেত দেয়া হচ্ছে । সকালটা বৃষ্টি ভেজা দিয়ে শুরু হলো ।

বাকি দিনটাও ভালো যাবে আশা করি ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.