আমাদের কথা খুঁজে নিন

   

উড়ন্ত চোখের দুরন্তন সব ছবি।

ভালো লাগে সরলতা, নির্মলতা, বন্ধুত্ততা, মিষ্টি হাসি, কোমলতা, গাছগাছালী লতাপাতা, এই তো। একটি কাক তার কিছু শক্তি সংরক্ষণ করার জন্যে যাত্রার অর্ধপথে একটি ঈগলের পিঠে চেপে বসেছে ! দক্ষিণ কোরিয়া থেকে ছবিটি তুলেছেন ফটোগ্রাফার হাইয়ংচন কিন। ডলফিনদের এমন দুরন্তপনা আর স্বাধীনতা দেখে মন চাই জলে ঝাপিয়ে পরি ! ফটোগ্রাফারঃ চার্লি ফিলিপস আটলান্টিকের যেখানে টাইটানিক ডুবেছিল সেখানটাই দেড় মিলিয়ন গোলাপের পাপড়ি ছিটানো হয়েছে জাহাজটি ডোবার বর্ষপূর্তির দিন। নেদারল্যান্ডে টিউলিপ ফুলের বাগান। স্বর্গীয় পরিবেশের দুরন্ত মুহূর্ত গুলো ধারণ করছে দুজন পর্যটক। ইউনিটি ইস নট পাওয়ার, ইটস সুপার পাওয়ার। ডেবনের ডার্টমুণ্ড দ্বীপে দেখা দিয়েছে এই রংধনু যুগল। যেন হীরে জহরতের স্বর্গীয় সেতু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।