আমাদের কথা খুঁজে নিন

   

উড়ন্ত কাশফুলের মেঘদলে

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

উড়ন্ত কাশফুলের মেঘদলে উড়ন্ত কাশফুলের মেঘদলে সূর্যালোকের রশ্মি দেখে ফিরে যাই অবাক মুখসারি পাখির মাংশস্তূপে গোলাপের পাপড়ি গুপ্ত ঘাতকের চাবির রিং ফ্যাকাশে দেয়ালে মানুষের ছায়া ভাঙা ভাঙা রোদ পালকের থেকে বিচ্যুরিত শোক নির্লিপ্ত খাসকামরায় উড়ছে পুষ্পপাতা ঘ্রাণ মুদ্রণের চাকায় এসে লাগছে ভোর স্নানের মুহূর্তের রাতজাগা মুখোশের স্নিগ্ধ ওষ্ঠ মায়া ও আলোর তেজ প্রতিদিন মুমূর্ষ সূর্যের খোঁয়াড়ে ক্ষণিকের দাঁড়ানো মন্তাজ পুড়ে যায় কাউকে চিনি না অণুর গুড়ালিতে সুর লেপ্টানো হাসিতে সুনেত্র আর্তনাদের ভাঙা-কাচ চমকে ওঠে রাত্রির তারকাতে ট্রিগার নির্জন নয়নে জলাসনের ভিত ভেঙে পাথরস্তূপে তাৎক্ষণিকের জিভেতে লাল মুছে কাউকে চেনে না খুব কাছ থেকে সরে যায় মায়া ও আলোর তেজ নিয়ন্ত্রিত প্রেম বরফের নদীতে ঘুমের জানালা ভেসে গেলে মোমি পাহাড়ে বিষাদের ঘড়ির কাঁটায় পায়রাদের পালকেরা গভীর চোখের বাঁকা পথ উড়িয়ে নিয়ে আসে, হৃদপিণ্ডের শব্দে মেঘপুঞ্জের পিঠে ফুটে ওঠে কাঁটা গোলাপের চারা। ওষ্ঠ্য বিপণীকেন্দ্রে পুরনো কামনার ফুটোতে মোমের আলো রেখা চিকন খালের রূপ ধরে ঢুকে গেলো, পদপৃষ্ঠায় অজস্র নরনারীর চুম্বন ও মুখোভঙ্গি বদলে গিয়ে কাগজের ঠোঙায় সেঁটে যাচ্ছে। নিয়ন্ত্রিত প্রেম চোরা দৃষ্টির হারপিকে দেখছে ত্বকফর্সা ক্রিম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।