আমাদের কথা খুঁজে নিন

   

দেশে মন্ত্রী কয়জন?

দেশের বাহিরে থাকি বলে নাকি জীবনে কখনো রাজনীতি করিনি বলে জানি না, কিন্তু দেশের Politics নিয়ে কখনো মাথা ঘামাতে ইচ্ছা করে না। কিন্তু গতো কিছুদিন ধরে সংবাদপত্র পড়ে আর চুপ থাকতে পারলাম না। registration করেই ফেল্লাম। সংবাদপত্র আর ব্লগে এতো লেখালেখি দেশের অবস্থা নিয়ে কিন্তু দেশ কি শুধু prime minister আর কিছু মন্ত্রী চালায়? বাকি মন্ত্রীরা কি ঘাষ খায়? কি সুন্দর চুপ কোইরা বোইসা বোইসা জনগনের টাকায় চলতাছে আর মধ্যখানে মারা খাইতাছে কালো বিড়াল। কেউ কি বলতে পারবেন আমাদের বাকি VVVVIP রা কি করে? Dr. Muhammad Abdur Razzaque MP,Ministry of Food & Disaster Management।

সংবাদপত্রে এই লোকের নাম দেখি না। Disaster Management না হয় প্রতিদিন করতে হয় না কিন্তু দেশের Food Management এর কি অবস্থা? Rajiuddin Ahmed Raju, Minister, Ministry of Posts & Telecommunications। দেশ থেকে বিদেশে, বিদেশ থেকে দেশে অথবা দেশের ভেতর দরকারি জিনিস বা কাগজ পাঠাতে আমরা কয়জন Post অফিস যাই আর কয়জন কুরিয়ার সার্ভিস অথবা প্রাইভেট কোম্পানিতে যাই? বিদেশ থেকে মোবাইল পাঠাইলে খালি প্যাকেট যায়, গুলশান পোষ্ট অফিস থেকে বিদেশিদের ক্রেডিট কার্ড চুরি হয়। Telecom আর ইন্টারনেট তো প্রাইভেট কোম্পানিগুলো সব করতাছে, আর Ministry তে বইসা বইসা ওনারা ঘুষ খাইতাছে। DR. HASAN MAHMUD, MP, HON’BLE MINISTER, Ministry of Environment and Forest।

আমার তো মনে হয় বিদেশী মিডিয়াগুলো আমাদের এই Ministry থেকে বেশি তৎপর। পরিবেশ দূষন আর জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কি হবে এটা একটা হট টপিক পশ্চিমে। আর যে হারে দেশে গাছ কাটা হয়, মনে তো হয় আমরা এখনো "কাটো গাছ, খাও মাছ" নীতিতে যাচ্ছি। Md. Ahad Ali Sarkar, MP, Ministry of Youth and Sports। এই লোক তো খুবই লাকী, আমাদের cricket team ভালো করতাছে আর দেশের বাকি Youth রা ছন্নে যাচ্ছে।

বড় বড় কয়েকটা stadium আছে আর বাকীদের জন্য আছে পাড়ার রাস্তা। যুব উন্নয়ন কর্মসুচী নামে কিছু একটা ছিল, এখন কি আছে কে জানে। DR. SHIRIN SHARMIN CHAUDHURY, State Minister Ministry of Women and Children Affairs। ভালো ওয়েবসাইট, জটিল qualification, কিন্তু দেশের শিশুদের জন্য কতটুকু করলেন? ইভ টিজিং প্রতিরোধে কারা এত কিছু করতাছে, এই মিনিস্টি নাকি আমাদের মিডিয়া? এই সব কথা বলে শেষ করা যাবে না, এই[link|http://www.bangladesh.gov.bd/index.php?option=com_weblinks&task=ministry&Itemid=152| লিংকে দেখেন । এতো Ministry, সবাই ওয়েবসাইট বানাইছে, মার্কেটিং করতে।

শেষ কথা, এক দুই জন মানুষ এই দেশ চালায় না। উন্নতি চাইলে সবাইকে সবার কাজ করতে হবে আর আমাদের মনে রাখতে হবে, এই সব মন্ত্রীরা জনগনের টাকায় চলে। আমাদের কে ঠিক করতে হবে আমরা কাকে ভোট দিবো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.